শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
ঢাকা–১২ আসনে গণমানুষের ভোটাধিকার পুনরুদ্ধার ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পালন করেছেন বিএনপি সমর্থিত কোদাল মার্কার সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল হক।
আজ ৩০ জানুয়ারি শুক্রবার তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়ায় ব্যাপক গণসংযোগে অংশ নেন তিনি। কর্মসূচির অংশ হিসেবে সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধিন নাখালপাড়া এলাকায় জনসংযোগ করে ইস্কাটন নুর নগর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
বিকাল ৩টায় পশ্চিম নাখালপাড়া ১২নং গলি থেকে যাত্রা শুরু করে শাহীনবাগ হয়ে ৬নং গলি অতিক্রম করে পুনরায় পশ্চিম নাখালপাড়ায় গণসংযোগ পরিচালনা করেন। এ সময় তিনি পশ্চিম নাখালপাড়া হযরত বেলাল (রাঃ) মাদরাসা মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে পুনরায় গণসংযোগে যুক্ত হয়ে ব্যাংকার্স গলিতে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সেখানে বক্তব্য রাখেন।
জননেতা সাইফুল হক বলেন, বাংলাদেশকে উদার গণতান্ত্রিক পথেই হাঁটতে হবে। দীর্ঘ ১৭ বছর পর সাধারণ মানুষ আবার স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। তিনি আরও বলেন ঢাকা–১২ আসনে বিএনপি মার্কা হলো কোদাল। এই কোদালেই আপনারা ভোট দেবেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আছেন। নারীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন নারীদের অধিকার আদায়ে আমরা সক্রিয়ভাবে কাজ করব।
এই আসনে কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না চাঁদাবাজির রাজনীতি আমরা বন্ধ করব। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামান আনোয়ার( সাবেক কমিশনার ও আহ্বায়ক নির্বাচন পরিচালনা কমিটি (সাবেক স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, জননেতা সাইফুল হকের নেতৃত্বে ঢাকা–১২ আসনে পরিবর্তনের স্পষ্ট বার্তা পৌঁছে গেছে।
গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই কর্মসূচি নতুন গতি সঞ্চার করবে বলে উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।





নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক