শনিবার ● ১০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণের আগে রাজনৈতিক দলসমূহের মতামত নিন
দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণের আগে রাজনৈতিক দলসমূহের মতামত নিন

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের পূর্বে রাজনৈতিক দলসমূহের মতামত গ্রহণের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন রাজনৈতিক দলসমূহের মতামত বিবেচনায় না নিয়ে আমলাতান্ত্রিক ভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার কোন অবকাশ নেই। তিনি স্বেচ্ছাচারী পন্থায় দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের তৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি আরো বলেন তৃণমুলে স্বশাসিত ও জবাবদিহীমূলক ক্ষমতাসম্পন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা জনগণের আকাংখা। সরকার ও নির্বাচন কমিশন এই পথে না হেঁটে যেভাবে এখন দলীয়ভাবে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করছে বাস্তবে তা দলীয়করণ ও দলবাজিকেই আরো বিস্তৃত করবে।
বিবৃতিতে তিনি স্থানীয় সরকারের গণতন্ত্রায়ন ও ক্ষমতায়ন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনকে জনগণের মতামত গ্রহণেরও আহ্বান জানান।
একই সাথে তৃণমুলে নির্বাচনের পূর্বে দেশে নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান।(বিজ্ঞপ্তি)





রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে
চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করায় পিসিসিপি’র প্রতিবাদ
২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির উপর ইউপিডিএফের রিপোর্ট
বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির
কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ
পিসিজেএসএস সন্তু গ্রুপ কর্তৃক মিটন চাকমাকে হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা
পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর সংগঠক মিটন চাকমা হত্যার নিন্দা
ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ
বৈষম্য দূর ও সকলের সমঅধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হবে আমাদের প্রধান কাজ : সুপ্রদীপ চাকমা
অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন