বৃহস্পতিবার ● ২ জুন ২০১৬
প্রথম পাতা » পাবনা » ১৫টি চিনিকল কৃষি মন্ত্রনালয়ে অর্ন্তভূক্ত করার দাবী
১৫টি চিনিকল কৃষি মন্ত্রনালয়ে অর্ন্তভূক্ত করার দাবী

ঈশ্বরদী প্রতিনিধি :: (১৯ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪০মিঃ) দেশের ১৫টি রাষ্ট্রায়ত্ব চিনিকলের কৃষি বিভাগকে কৃষি মন্ত্রনালয়ে অর্ন্তভূক্ত করার দাবীতে ঈশ্বরদীতে সিডিএ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ ২ জুন বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় সিডিএ সংসদের আয়োজনে ঈশ্বরদীর জিন্নাহ্ সুপার মার্কেটে দেশের সকল চিনিকলের কৃষি বিভাগে কর্মরত সিডিএ কর্মকর্তাদের অংশগ্রহনে এই কর্মসূচী পালন করা হয়৷ ফরিদপুর সুগার মিলের সিডিএ ও কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল বাসার বাঁদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পাবনা সুগার মিলের সিডিএ মোঃ নজরুল ইসলাম, কেরু এন্ড কোং এর সিডিএ সাহেব আলী, পঞ্চগড় সুগার মিলের সিডিএ মোঃ রুহুল আমীন ও রাজশাহী সুগার মিলের সিডিএ কাউসার আহমেদ এবং সেতাবগঞ্জের তৈমুর আলী, পাবনা সুগার মিলের ইব্রাহীম হোসেন, নাটোর সুগার মিলের মিজানুর রহমান ও নর্থবেঙ্গল সুগার মিলের সিডিএ দীপক কুমার সরকার বক্তব্য দেন৷ অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া সুগার মিলের সিডিএ মাহাবুল ইসলাম৷ সমাবেশে প্রায় তিন শতাধিক সিডিএ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷ বক্তারা অবিলম্বে সুগার মিলের কৃষি বিভাগকে কৃষি মন্ত্রনালয়ে অর্ন্তভূক্ত করার দাবী জানিয়ে বলেন, সকল সিডিএদের যৌক্তিক দাবি মানা না হলে সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেশের সকল সুগার মিল বন্ধ করে দেয়া হবে৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান