মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারায় বজ্রপাতে শিক্ষকের মৃত্যু আহত -১
গুইমারায় বজ্রপাতে শিক্ষকের মৃত্যু আহত -১
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৩ জ্যৈষ্ঠ ১৪২৩ : বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৫৫মিঃ) খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দেওয়ান পাড়ায় বজ্রপাতে কেড়ে নিল রাজীব কুমার ধামাই (৪০) নামে এক স্কুল শিক্ষকের প্রাণ ৷ এ ঘটনায় আহত হয়েছেন একই বিদ্যালয়ের শিক্ষক ইশরাত জাহান এ্যাপি (৩৯)৷ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে দেওয়ানপাড়া যাত্রী ছাউনী এলাকায় হঠাত্ বজ্রপাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে ৷ নিহত স্কুল শিক্ষক রাজীব কুমার ধামাই (৪০) বাইল্যাছড়ির মাস্টারপাড়া গ্রামের অতিরাম ধামাই এর পুত্র ৷
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা জানান, ঘটনাস্থলে গুইমারা থানার এসআই মশিউর রহমানসহ পুলিশের একটি টিম পাঠানো হয়েছে ৷ আহত স্কুল শিক্ষককে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ৷ স্থানীয়রা জানান, দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই দুই শিক্ষক বাসায় ফেরার জন্য গাড়ীর অপেক্ষায় স্কুলের পাশে যাত্রী ছাউনিতে অপেক্ষায় থাকাকালীন সময়ে হঠাত্ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে শিক্ষক রাজীব কুমার ধামাই মৃত্যু বরণ করেন৷
এদিকে সাংবাদিকদের কাছে এই স্কুল শিক্ষকের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ৷





খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ