বুধবার ● ২৯ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুর কারাগারে ফাঁসির সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
কাশিমপুর কারাগারে ফাঁসির সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৩মিঃ) গাজীপুরের কাশিমপুর কারাগারে সিরাজুল ইসলাম (৬৯) নামে হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে৷
২৯ জুন বুধবার দুপুর ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়৷ লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷ মৃত সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সবেজ আলীর ছেলে৷
কাশিমপুর কারাগারের হাইসিকিউরিটি ইউনিটের জেল সুপার মো. রায়হান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন৷ বেলা ১১টার দিকে তিনি অসুস্থবোধ করলে তাকে পথমে কারা হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে অবস্থার অবনতি হলে চিকিত্সকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷ সেখানে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷
সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ায় তার বড় ভাই, ভাবি ও ভাতিজি হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন৷ একই অপরাধে তার দুই ছেলেও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন৷
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক ডাঃ মো. আবদুস সালাম সরকার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সিরাজুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল৷





ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’