মঙ্গলবার ● ১২ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের কালীগঞ্জে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :(২৮ আষাঢ় ১৪২৩বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৬মিঃ) গাজীপুরের কালীগঞ্জে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে৷
কালীগঞ্জে প্রিন্স গমেজ (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে কালীগঞ্জ থানা পুলিশ৷ অপরদিকে কালীগঞ্জে মায়ের মৃত্যু শোকে নূর ইসলাম শেখ (৬৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে৷
১২ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার পিঁপড়াশুর গ্রাম থেকে গাছ থেকে প্রিন্স গমেজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়৷ পুলিশের ধারণা প্রিন্স আত্মহত্যা করেছে৷
নিহত প্রিন্স উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিঁপড়াশুর গ্রামের সিমন গমেজের ছেলে৷ তিনি দীর্ঘদিন যাবত্ মানসিক সমস্যায় ভুগছিলেন৷
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজিজুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বাড়ির পাশের একটি গাছে প্রিন্সের ঝুলন্ত লাশ দেখতে পায়৷ পরে থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান৷
তিনি আরো জানান, প্রিন্স দীর্ঘদিন যাবত্ মানসিক সমস্যায় ভুগছিলেন৷ আর এ কারণে তাকে চিকিত্সাও করানো হচ্ছিল৷ কিন্তু এ অবস্থার জন্য অনেক সময় তিনি নিজের প্রতি খুব অভিমান করতেন৷ ধারণা করা হচ্ছে ওই অভিমান থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন৷
অপরদিকে গাজীপুরের কালীগঞ্জে মায়ের মৃত্যু শোকে নূর ইসলাম শেখ (৬৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে৷
১২ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে৷ সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ৷ নূর ইসলাম উপজেলার বড়হরা গ্রামের মৃত আলী আকবর শেখের ছেলে৷
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মুজিবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ৯ দিন আগে নূর ইসলামের মা মারা গেছেন৷ মা মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন৷ সোমবার রাতের খাবার খেয়ে তিনি নিজ ঘরে ঘুমাতে যান৷ সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন৷ কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে নূর ইসলাম ঝুলে আছেন৷ পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করা হয়৷ নূর ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ