সোমবার ● ২৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সেচ্ছাসেবক লীগের হাতে দুই ছাত্রলীগ নেতা জখম
সেচ্ছাসেবক লীগের হাতে দুই ছাত্রলীগ নেতা জখম

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজে ২৪ জুলাই রবিবার বিকালে সেচ্ছাসেবকলীগ কর্মীদের হামলায় দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন৷ আহত দুই ছাত্রলীগ নেতা হলেন, সরকারী ডিগ্রী কলেজ শাখার সহ সভাপতি আল-আমিন ও যুগ্ম সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ৷ তাদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আনে৷
সরকারী ডিগ্রী কলেজ শাখার সাংগাঠনিক সম্পাদক রনি খান অনি জানান, রবিবার চশমা ভাঙ্গাকে কেন্দ্র করে দুই ছাত্রলীগ কর্মী নুন ও পারভেজের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে৷ এরপর সেচ্ছাসেবকলীগের এক নেতা পক্ষ নিয়ে বহিরাগতদের সহায়তায় কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগ নেতা কর্মীদের উপর হামলা চালায়৷
এ সময় সরকারী ডিগ্রী কলেজ শাখার সহ সভাপতি আল-আমিন ও যুগ্ম সম্পাদক মোসাদ্দেক বিলস্নাহ গুরুতর আহত হন৷ আহতাবস্থায় তাদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
আহত আল আমিন ও মোসাদ্দেক বিলস্নাহ অভিযোগ করেন, এক পক্ষ নিয়ে তাদের উপর সেচ্ছাসেবকলীগ কর্মীরা হামলা চালিয়েছে৷
শৈলকুপা হাসপাতালের চিকিত্সক রাজিব সাহা জানান, সরকারী দলের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে৷ এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন৷ তাদেরকে লাঠি দিয়ে পেটানো হয়েছে বলেও ডাক্তার রাজিব সাহা জানান৷
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সরকারী ডিগ্রী কলেজে বহিরাগতদের হামলায় কলেজ শাখার দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন৷ এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলেও ওসি জানান৷
তবে সন্ধার পর ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো বলে প্রত্যাক্ষদশীরা জানান৷ এ ব্যাপারে শৈলকুপা থানায় এখনো কোন মামলা হয়নি৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪