সোমবার ● ১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » চাঁদাবাজির বিরুদ্ধে সেতুমন্ত্রীর হুসিয়ারী
চাঁদাবাজির বিরুদ্ধে সেতুমন্ত্রীর হুসিয়ারী
গাজীপুর জেলা প্রতিনিধি :: জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷
১ আগস্ট সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে আব্দুল্লাহপুর-তেরমুখ-উলুখোলা সড়ক উদ্বোধন করে তিনি এসব কথা বলেন৷
সেতুমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ আছে একটি উপলক্ষ পেলেই চাঁদাবাজি শুরু করে৷ চাঁদাবাজির ঘটনারোধে আমাদের প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি রয়েছে৷ শোক দিবসের ভাবগাম্ভীর্য নষ্ট হয় এমন কোনো কর্মকান্ডে কেউ লিপ্ত হলে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷’
ওবায়দুল কাদের বলেন, ‘সড়কটি নির্মাণের ফলে আব্দুল্লাহপুর থেকে নরসিংদী পর্যন্ত শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হয়েছে৷ বাস র্যাপিট ট্রান্সজিট চালু হলে আমাদের বিকল্প রাস্তার প্রয়োজন হবে৷ এই রাস্তাটি তখন বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে৷’
এর আগে তিনি ফিতা কেটে ওই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ ১২ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা৷
এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহীন রেজা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদসহ সড়ক ও জনপথের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ