বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুর সিটি মেয়র মান্নান আবারো গ্রেফতার
গাজীপুর সিটি মেয়র মান্নান আবারো গ্রেফতার

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১৯মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আরেকটি পুরাতন মামলায় শ্যোন অ্যারেস্টের (গ্রেফতার) আদেশ দিয়েছেন আদালত৷
গাজীপুর আদালতের পরিদর্শক মোঃ রবিউল ইসলাম ১৮ আগস্ট বৃহস্পতিবার বলেন, জয়দেবপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতারের জন্য ১৭ আগস্ট বুধবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হাইয়ের আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম৷ পরে আদালতের বিচারক অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতারের আদেশ দেন৷
২০১৫ সালের ২৭ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় ২০-২৫ জামায়াত-শিবির নেতা-কর্মী নাশকতা সৃষ্টির লক্ষ্যে বৈঠক করছিল৷ সেখানে অভিযান চালিয়ে জেলা জামায়াতের আমির আবুল হাসেম খান এবং মহানগর জামায়াতের অর্থ সম্পাদক হাবিবুল্লাহ মিয়াকে ১০টি পেট্রোলবোমাসহ আটক করে পুলিশ৷ বাকিরা পালিয়ে যায়৷ এ ঘটনায় এসআই মো. মনির হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন৷
অধ্যাপক মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, এই মামলা নিয়ে অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে ২৬টি মামলা হয়েছে৷ এর মধ্যে দুদকের ২৫টি মামলায় তিনি জামিনে রয়েছেন৷
প্রসঙ্গত, গাজীপুরে বাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রম্নয়ারি সন্ধ্যায় মেয়র এম এ মান্নানকে তার ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর ওই বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে৷ ত্রেফতারের পর থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ৷
এদিকে ২২টি মামলায় ১৩ মাস কারাভোগের পর গত ২ মার্চ এম এ মান্নান জামিনে মুক্তি পান৷ পরে গত ১৫ এপ্রিল শুক্রবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগি্নসংযোগের মামলায় কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ৷ পরের দিন তাকে গাজীপুরের আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন৷ বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪