শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাবতলীতে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানী পশু’র হাট
গাবতলীতে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানী পশু’র হাট

বগুড়া প্রতিনিধি :: (২৬ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৮মিঃ) আসন্ন আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র ঈদ উল আযহা৷ আর মাত্র ২দিন বাঁকী৷ মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে প্রিয় ধর্মীয় উত্সব পবিত্র কোরবানী’র ঈদকে সামনে রেখে বগুড়া জেলা’সহ গাবতলীতে শেষ মুহুতে জমে উঠেছে পশু’র হাট৷ গতবছরের তুলনায় এবছরে বিদেশী গরু-ছাগল আমদানী হলেও দেশী গরু-ছাগলের চাহিদা সবচেয়ে বেশী ছিল৷ বেশীর ভাগ ক্রেতা কিনছেন দেশী গরু মহিষ ও ভেড়া-ছাগল৷ ফলে আশানুরুপ মূল্যে থেকে বঞ্চিত হচ্ছেন গরু ব্যবসায়ী ও খামাররা৷ দুর-দরন্ত থেকে অনেক ক্রেতা-বিক্রেতা’র সমাগমে জমে উঠছে পশুর হাটগুলো৷ গতকাল শুক্রবার কাগইল করম্নণা কানত্ম উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাটে ব্যাপক বেচা কেনা হয়েছে৷ পছন্দ মতে ক্রয়-বিক্রয় করেছে সবাই৷ গরুর দামটা একটু বেশী হলেও ছাগলের দাম ছিল তুলনামূলক ভাবে কম৷ ফলে দাম কম হলেও ব্যবসায়ী’সহ খামারীরা বিক্রি করেছে পশুদের৷ এতে করে কিছুটা হলেও ব্যবসায়ীদের লাভ কম হচ্ছে কবলে জানিয়েছেন গরম্ন ব্যবসায়ী আইনুল হক৷ উপজেলার কাগইল, পীরগাছা, ডাকুমারা, সুখানপুকুর, কদমতলী, নাড়ুয়ামালা, মহিষাবান, পেরীহাট, দূগর্াহাটা, তরম্ননীহাট ও বাগবাড়ী পশুর হাট জমে উঠেছে৷ এছাড়াও ইউনিয়ন ভিত্তিক পশুর হাট বসেছে৷ কাগইল হাট ইজারাদার মোঃ দুলাল আকন্দ ও হাটের পরিচালক কাগইল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিকরাইল ইসলাম জানান, এলাকার অধিকাংশ মানুষ কৃষির উপর নিভরশীল৷ ফলে তারা স্থানীয় কাগইল হাট থেকে কোরবানীর জন্য পশু কিনেছেন৷ বেচা কেনাও ভাল হয়েছে৷ ক্রেতা মেহেদী হাসান নয়ন জানান, ১৬হাজার টাকায় একটি ছাগল কিনেছি৷ কমটা কম ছিল৷ কাগইল পশুর হাট নিয়মিত হলে হাট আরো জমে যাবে৷ খামারী রবিউল ইসলাম ও রাকিব হাসান জানান, পশু লালন পালন করতে যে টাকা খরচ হয়েছে৷ এখন সে টাকাও উঠছে না৷ খামারী পলস্নী ডাক্তার অমৃত জানান, হাটে ১টি গরম্ন’র দাম ২লাখ টাকা চাইলেও দাম বলেছে দেড় লৰ টাকা ফলে দাম কম হওয়ায় বিক্রি না করে বাড়ীতে নিয়ে যাচ্ছি৷ এদিকে গরম্ন ব্যবসায়ীরা জানান ভিন্ন কথা তারা বলেন, গতবোরো মৌসুমে কৃষকরা ধানের ন্যার্যমূল্যে না পাওয়া সেই প্রভাব পড়েছে পশুর হাটে৷ এদিকে পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কেউ জেন প্রতারনা করতে না পারে সে জন্য জাল টাকার সনাক্তকরণে স্থানীয় ব্যাংক গুলো সনাক্তকরণ মিশিন বসানো হয়েছে৷ পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকতর্া ডাঃ মোঃ আনিছুর রহমান ও ভেটানারি সার্জন ডাঃ মোঃ একরামুল হক মন্ডলের নের্তৃত্বে কোরবানী পশুর হাটে পশুর স্বাস্থ্য পরিৰা ও তদারকি করা হচ্ছে৷ একাজে সহযোগিতা করছেন ভিএফএ ও স্বেচ্ছাসেবকগণ৷ কাগইল ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কৃত্রিম প্রজনন সহকারী মোঃ জাহিদুল ইসলাম জানান, কাগইল পশুর হাটে পশুর স্বাস্থ্য পরিৰা ও তদারকি করার জন্য সকাল থেকে রাঁত পয়নর্ত্ম ছিলাম৷ ক্রেতাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে৷ এবিষয়ে গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান জানান, গাবতলীতে ভেটেরিনারি ২টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে৷ মেডিক্যাল টিম বিভিন্ন পশুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে কোরবানীর জন্য সকল পশু সুস্থ সবল ও রোগমুক্ত রয়েছে কি না সে জন্য পরিৰা ও তদারকি করা হচ্ছে৷ এদিকে হাটগুলোর নিরাপত্তা দেওয়া জন্য মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য৷ হাটে গরম্ন চোর ও নকল (জাল) টাকা সনাক্তকরণে (প্রতিরোধে) গাবতলী মডেল থানা ওসি মোঃ শাহীদ মাহমুদ খান গাবতলীর বিভিন্ন পশুর হাট-বাজারে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন৷ এবিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিব জানান, সু-শৃংঙ্খল ভাবে হাটে কোরবানী’র পশু বেচা কেনার জন্য প্রশাসনের পৰ থেকে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে৷ আশাকরছি সবাই সুন্দর ভাবে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করতে পারবেন৷ এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন৷





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত