বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহে পেঁয়াজের বাজারে ধ্বস
ঝিনাইদহে পেঁয়াজের বাজারে ধ্বস
ঝিনাইদহ প্রতিনিধি :: হঠাত্ করেই ঝিনাইদহে পেয়াঁজের বাজার পড়ে গেছে৷ আকস্মিক এই ধ্বসে ব্যবসায়ীদের মাথায় হাত উঠেছে৷ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার জেলার বৃহত্ পেয়াজের বাজার শৈলকুপায় দাম অর্ধেকে নেমে এসেছে৷ আর এতে চরম ক্ষতির মুখে পড়েছে চাষীসহ ব্যবসায়ীগণ৷
শৈলকুপা, গাড়াগঞ্জ, ভাটই, বাজার ঘুরে দেখা গেছে মৌসুমে যে পেয়াজ ১০০০ থেকে ১৫০০ টাকা মন পেয়াজ বিক্রি হতো মঙ্গলবার ৫০০ থেকে ৭০০ টাকা মন বিক্রি হচ্ছে ৷ সোহেল আহমেদ নামে এক কৃষক জানান, ভরা মৌসুমে পিয়াজ বিক্রি না করে তিনি রেখে দেন৷ এখন সেই পেয়াজ ৫০০ টাকা মন দরে বিক্রি করতে হচ্ছে৷
ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হাকিম জানান, এ মৌসুমে তিনি ৭৫০ মন পিয়াজ কিনেছিলেন৷ কিন্তু মন প্রতি গড়ে ৭৫ শতাংশ ব্যবসায় ক্ষতি হচ্ছে৷ ব্যবসায়ীদের অভিযোগ ভারত থেকে পেঁয়াজ আসায় এ ক্ষতি দেখা দিয়েছে৷ তবে কৃষি বিষয়ক কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু জানান, শৈলকুপায় এ বছরে ৬১৩৫ হেক্টর জমিতে পেয়াজ চাষ হয়েছে৷
যা গত বছরের চেয়ে ৬১৫ হেক্টর বেশী এবং ভাল ফলন হওয়ায় বর্তমানে চাহিদার চেয়ে বাজারে যোগান বেশী হয়ছে৷ তিনি এই দাম পড়ে যাওয়ার পেছনে ভারতীয় পেয়াজকে দায়ী করছেন না৷





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত