বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিনের শাহাদাত্ বার্ষিকী পালিত
কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিনের শাহাদাত্ বার্ষিকী পালিত

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জের কৃতী সন্তান ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩২তম শাহাদাত্বার্ষিকী পালিত হয়েছে৷
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম তারিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি৷
এদিকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে বনানী কবরস্থানে শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি, বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে শহীদ ময়েজউদ্দিন স্মৃতিসত্মম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান৷ দুপুর ১২টায় কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রামে শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন ফেরিঘাটে দোয়া, মিলাদ ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ৷
বাদ জোহর মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়৷ এছাড়াও দিনটি উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহলস্নায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়৷
উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৭ শে সেপ্টেম্বর তত্কালীন স্বৈরশাসক হোসাইন মুহম্মদ এরশাদ সরকারের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাদেশে ২২ দল আহুত হরতালের আহ্বান করে৷ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের এ মিছিলে শহীদ ময়েজউদ্দিন আহমেদ নেতৃত্ব দেন৷ ওই সময় কালীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় তত্কালীন সরকারের লেলিয়ে দেয়া কতিপয় সন্ত্রাসী তার উপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি শাহাদাত্ বরণ করেন৷
শহীদ ময়েজউদ্দিন বর্তমান গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে জন্মেছিলেন ১৯৩০ সালের ১৭ মার্চ, তার পিতার নাম মোঃ ছুরত আলী, মাতার নাম শহরবানু৷
তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পিতা৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ