বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » শফিকুর রহমান চৌধুরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
শফিকুর রহমান চৌধুরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::সিলেটের শ্রীশ্রী শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সোমবার সিলেটের বিশ্বনাথ উপজেলার (দশঘর, দেওকলস, দৌলতপুর ইউনিয়ন) বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ৷ পরিদর্শনকালে তিনি বিভিন্ন মন্ডপে বক্তব্যকালে তিনি বলেন- আমাদের সমাজের বিভিন্নস্থরে লুকিয়ে থাকা অসুরদের অপকর্ম ধ্বংস করে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে সর্বদা স্বজাগ থাকতে হবে ৷ ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করছে তাঁরা কখনও দেশ ও জাতির উন্নয়নে কোন ভূমিকা পালন করতে পারবে না ৷ ধর্মীয় অনুশাষন মেনে জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের এমপি-মন্ত্রী দেশ ও জাতির উন্নয়ন সাধন করছেন ৷ তিনি আরও বলেন, ধর্মীয় ভেদাভেদ ভুলে সুষ্ঠ, সুন্দর, শানত্মিপূর্ন ও পরিপূর্ণভাবে উত্সবের আমেজে দূর্গা পূজা যাতে অনুষ্ঠিত হয় সেজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ৷
বিভিন্ন মন্ডপে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধীরেন্দ্র সরকার লেচু, নন্দ লাল সরকার, নন্দ লাল বৈদ্য, শ্যামল চন্দ্র দাস, শশাংক বৈদ্য ও সঞ্চালনা করেন ডাঃ বিভাংশু গুন বিভু, নকুল বর্ধন, নানু মালাকার, রবি দাস, দিপন কুমার দাস৷ সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ডিবি ওসি আল-মামুন, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়নত্ম আচার্য্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, দশঘর ইউপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর প্রমুখ।আপলোড : ২২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৪.০৩ মিঃ





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা