রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুর কারাগারে বিএনপি নেতা রিজভী অসুস্থ
কাশিমপুর কারাগারে বিএনপি নেতা রিজভী অসুস্থ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি (২৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৫৮মি.) গাজীপুরের কাশিমপুর-২ কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ৷ পাকস্থলীতে সমস্যার কারণে কোনো খাবার খেতে পারছেন না তিনি৷
পেটের ব্যথায় কষ্ট পাচ্ছেন বলে কাশিমপুর কারাগারে রিজভীর সঙ্গে দেখা করে জানিয়েছেন তার স্ত্রী আরজুমান আরা বেগম৷
৮ অক্টোবর শনিবার সংবাদ মাধ্যমকে রিজভীর স্ত্রী বলেন, কারাগারে যথাযথ চিকিত্সাসেবা না পেয়ে রিজভী আহমেদ দিন দিন গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন৷ উন্নত চিকিত্সার জন্য তাকে মুক্তি দেওয়া উচিত৷
পরিবারের সদস্যরা জানান, নব্বইয়ের গণঅভ্যুত্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে রিজভী আহমেদের অন্ত্রনালি ছিদ্র হয়ে যায়৷ সার্জারি করার পর প্রায়ই সেখানে এক ধরনের ব্লক তৈরি হয়৷ এতে তার গুরুতর পেটের পীড়া দেখা দেয়৷ তখন তিনি কিছুই খেতে পারেন না৷ অনবরত বমি করতে থাকেন৷ কারাগারে যাওয়ার পর চিকিত্সকের পরামর্শমতো খেতে না পারায় তার এ সমস্যা আরও প্রকট হয়েছে৷
গত ১৮ আগস্ট কয়েকটি মামলায় নিম্ন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন রিজভী আহমেদ৷ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷ বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন৷ উচ্চ আদালত তার পাঁচটি মামলায় জামিন বহাল রাখে৷ তবে একটি মামলায় জামিন না থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না বলে তার আইনজীবী জানান৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ