বুধবার ● ১২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » ভূমি মন্ত্রীর বাসভবনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা
ভূমি মন্ত্রীর বাসভবনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা

ঈশ্বরদী প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩মি.) ঈশ্বরদী শেরশাহ রোডে ভূমি মন্ত্রীর বাসভবনের আঙ্গিনায় ১২ অক্টোবর সোমবার সকালে মহান আশুরা দিবস উপলক্ষে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা৷এসময় আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ,সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ প্রায় দু’ঘন্টাকাল ব্যাপি লাঠিখেলা অনুষ্ঠিত হয়৷ পাঁচটি দল খেলায় অংশ নেয়৷ প্রত্যেক দলের খেলোয়াররা নিজনিজ অবস্থানে থেকে তাদের পারদর্শিতা প্রদর্শণ করেন৷ ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসাবে লাঠিখেলা উপভোগ করে মুগ্ধ হন৷ একই সাথে উপস্থিত অন্যান্যরাও আনন্দ উপভোগ করেন৷ খেলা দেখে মুগ্ধ হয়ে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেন৷ এসময় তিনি বলেন, লাঠিখেলা বাঙালি সাংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ৷ এ খেলার চর্চা অব্যাহত রাখতে হবে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার ভাষায় বলেছেন, ধর্মের নামে যারা ধর্মবিরোধী কাজ করে তাদের প্রশ্রয় দেওয়া হবে না৷ তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে তাদের দমন করা হবে৷ জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক ঐক্য গড়ে তুলতে হবে৷তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন৷ বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গি সন্ত্রাসীদের ঠাই হবে না- যতই হুমকি ধামকি দেওয়া হোক না কেন যুদ্ধাপরাধীদের বিচার চলবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে৷ তিনি হিংসা-বিদ্বেষ ও জঙ্গিমুক্ত প্রেমময় সমাজ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান৷





রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী
মিরসরাইয়ে টি-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স এলিভেন
রাঙামাটিতে তারুন্যের উৎসব মিনি মেরাথন এর চুড়ান্ত ফলাফল
খেলাধুলার পাশাপাশি রাবিপ্রবিকে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে : ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান
চ্যাম্পিয়ন জেলা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন