সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে কলাগাছের তৈরি ভেলা উল্টে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ঝিনাইদহে কলাগাছের তৈরি ভেলা উল্টে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.০০মি.) ঝিনাইদহের কোটচাঁদপুরে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ এরা হলো রিয়া খাতুন (১০), তার ছোট বোন নীরব খাতুন রিমা (৮) এবং তাদের চাচাতো ভাই মুরাদ (১৩)৷
১৭ অক্টোবর সোমবার সকার সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার মামুনশিয়া গ্রামের মাঠপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে৷ রিয়া ও রিমা মামুনশিয়া গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে এবং মুরাদ তারই ভাই ননি মিয়ার ছেলে৷
খবর পেয়ে কোটচাঁদপুর সার্কেল এএসপি আলী আজম খান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ কবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷
কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির সাংবাদিককে বলেন, সকালে স্কুলে যাওয়ার আগে বাড়ির পাশে পুকুরে তিন ভাই-বোন গোসল করতে নামে৷ পুকুরে থাকা কলাগাছের তৈরি ভেলা নিয়ে তারা খেলা করছিল৷ খেলতে খেলতে ভেলা উল্টে তারা পানিতে ডুবে যায়৷
এদিকে তাদের বাড়িতে ফিরতে দেরি হওয়ার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে৷ এক পর্যায়ের পুুকুর থেকে দেহ উদ্ধার হয়৷ কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিত্সকরা জানান, তাদের আগেই মৃত্যু হয়েছে৷
মামুনশিয়া গ্রামের রহিম মাস্টার সাংবাদিককে জানান, মৃত তিন শিশুই মামুনশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল৷
স্কুলে যাওয়ার উদ্দেশে তিন ভাই বোন গোসল করতে পুকুরে গিয়েছিলো৷ তাদের করুণ মৃত্যুতে সহপাঠীসহ গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷ তিন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে স্কুলটি ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান এই শিক্ষক৷





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ