রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » আজ থেকে গাজীপুরে সিএনজি স্টেশনে ধর্মঘট
আজ থেকে গাজীপুরে সিএনজি স্টেশনে ধর্মঘট
গাজীপুর জেলা প্রতিনিধি :: সড়ক ও জনপথ অধিদফতরের ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ তিন দফা দাবিতে ৩০ অক্টোবর রবিবার থেকে সারাদেশের ন্যায় গাজীপুরেও সিএনজি ফিলিং স্টেশনে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে৷
৩০ অক্টোবর রবিবার সকাল ৬টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত গাজীপুরের অর্ধশতাধিক সিএনজি ফিলিং স্টেশনে লাগাতার ধর্মঘট পালন করবে৷
ধর্মঘট পালন করা হলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলা ও মহানগরের আভ্যন্তরীণ বিভিন্ন সড়কে যাত্রী-চালক এবং জনগণ ভোগান্তিতে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা৷ ধর্মঘট হলে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা, বাসসহ নানা ধরণের যানবাহন গ্যাস পাবে না৷
এ বিষয়ে সিএনজি স্টেশনের মালিক ও ম্যানেজাররা বলছেন, সিএনজি স্টেশন টিকিয়ে রাখার জন্য সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়ে আসছি৷ কিন্তু সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না৷ ব্যবসা না হলে স্টেশন চালু রেখে লাভ নেই৷ তাই আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি৷
সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এই ধর্মঘটের ঘোষণা দিয়েছে৷
সিএনজি ফিলিং স্টেশন মালিকদের আরও দুটো দাবি হলো কোম্পানিগুলোর গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার এবং জ্বালানি মন্ত্রণালয়ের করা সুপারিশগুলোর বাস্তবায়ন৷
এছাড়া সড়ক ও জনপথ অধিদফতরের ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ ১২ দাবিতে ৩০ অক্টোবর থেকে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটেরও কথা রয়েছে৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ