শিরোনাম:
●   কুষ্টিয়া জেলা আ’লীগের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ ●   নবীগঞ্জের ইনাতগঞ্জ কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত ●   রাউজানে বজ্রপাতে কৃষকের ২টি গরুর মৃত্যু ●   গাজীপুরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত ●   সন্দ্বীপে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় চাচিকে কোপালো ●   সড়কদুর্ঘটনা এড়াতে রাবিপ্রবিতে চালক ও হেলপারদের প্রশিক্ষণ ●   রাঙামাটি কোতয়ালী থানায় যুক্ত হলো নতুন গাড়ি ●   ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমি জোর দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ●   কাউখালীতে চরমোনাইর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ●   লংগদুতে পিসিজেএসএস এর গুলিতে ইউপিডিএফের দুইজন নিহত ●   রাঙ্গুনিয়াতে পানিতে পড়ে শিশুর মৃত্যু ●   ২০ মে রাঙামাটিতে অর্ধদিবস অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ ●   ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের কারাদণ্ড ●   প্রজন্ম ক্রীড়া সংঘের দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ●   লংগদুতে সন্তু গ্রুপের সদস্যরা ইউপিডিএফ এর দুই সদস্যকে হত্যার নিন্দা ●   রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন ●   প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে : পার্বত্য প্রতিমন্ত্রী ●   সন্দ্বীপে কালভার্ট নয় যেন মরণ ফাঁদ ●   নির্বাচনী ডিউটিতে অর্থের বিনিময়ে অপ্রশিক্ষিত আনসার সদস্য নিয়োগের অভিযোগ ●   উচ্চশিক্ষার্থে নরওয়ে যাচ্ছে চুয়েটের ৮ শিক্ষার্থী ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমবে অসংক্রামক রোগের প্রকোপ ●   আগামীতে কারা দেশ চালাবে ? …সাইফুল হক ●   পার্বত্যবাসীর কল্যাণে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে : পার্বত্য প্রতিমন্ত্রী ●   কাউখালীতে প্রান্তিক পর্যায়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত ●   চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ কেএনএফের সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন ●   খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা আধাবেলা অবরোধ পালিত ●   শিক্ষা বিস্তারে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ●   স্কুলের মালামাল নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ ●   সন্দ্বীপে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই ●   কুষ্টিয়াতে সামাজিক দ্বন্দে স্বজনদের হামলায় ভাতিজা নিহত
রাঙামাটি, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে মাধবপুর মন্দিরে হামলা-ভাংচুর
প্রথম পাতা » অপরাধ » ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে মাধবপুর মন্দিরে হামলা-ভাংচুর
৩২৭ বার পঠিত
রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে মাধবপুর মন্দিরে হামলা-ভাংচুর

---

উত্তম কুমার পাল হিমেল, হবিগঞ্জ প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.০০মি.) হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের রসরাজ দাস নামে এক যুবক ইসলাম ধর্মের অনুভুতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি আপলোড করার প্রতিবাদে সমাবেশ করেছে আহলে সুন্নাতওয়াল জামাত। সমাবেশ চলাকালে মাধবপুর বাজারে অবস্থিত দুটি মন্দিরে হামলা ভাংচুর করেছে উশৃঙ্খল কিছু যুবক।

এ সময় কয়েকটি বাসা বাড়িতেও হামলা করে আতংক ছড়ানো হয়। আতংকে দোকানপাট বন্ধ করে দেয় স্থানীয় ব্যবসায়ীরা। ৩০ অক্টোবর রবিবার বিকেলে উপজেলা চত্বরে আহলে সুন্নাতওয়াল জামাতের উদ্যাগে আয়োজিত প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা সহ পার্শ্ববর্তা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, নাসিরনগর উপজেলার লোকজন দল বেধে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা চত্বরে জড়ো হয়।

এ সময় প্রতিবাদ সভায় থেকে একটি অংশ মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে আসেন।

পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পরলে ২ প্লাটুন বিজিবি (বডার গার্ড বাংলাদেশ), র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি দল উপজেলা সদরে আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

এ সময় বাজারের ব্যবসায়ীরা আতংকে দোকানপাট বন্ধ করে ফেলে। প্রতিবাদ সভা চলাকালিন সময়ে একদল যুবক মাধবপুরে বাজারে প্রবেশ করে ঝুলন মন্দিরের মূর্তি ভাংচুর ও কালি মন্দিরের গেইট ও আসবাবপত্র ভাংচুর করে।

দ্রুত র‌্যাব ও বিজিবি ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা ডেপুটি ম্যাজিষ্ট্রেট (এডিএম) এমরান হোসেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মো. শাহজাহান, উপজেলা নিবার্হী কমকর্তা মোকলেছুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন, পরিদশক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরের সামনে পুলিশ মোতায়েন থাকার কথা । কিন্তু হামলার সময় পুলিশ সেখানে ছিল না।
স্থানীয় কাউন্সিলর অজিত পাল জানান, ১৫- ২০ জন যুবক মন্দিরে হামলা করেছে। এ সময় বাসা বাড়িতে হামলা করে কাচ ভাংচুর করা হয়েছে।
উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধিকে জানান, মন্দিরে হামলার ঘটনায় আমরা মর্মাহত। এ ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মাঈন উদ্দিন জানান, র‌্যাব এর উপস্থিত হওয়ার আগেই মন্দিরে হামলা করা হয়েছে। তবে কারা মন্দিরে হামলা করেছে প্রমান পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সপার জয়দেব কুমার ভদ্র সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধিকে বলেন, যারা মন্দিরে হামলা ভাংচুর করে আতংক সৃষ্টি করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মাওলানা ইউনুছ আনছারির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা মিজানুর রহমান আজিজি, মাওলানা ইলিয়াছ, মাওলানা আশরাফ আলী, মাওলানা মির্জা হাছান আলী, মাওলানা খাদেমুল ইসলাম আল হাসানি, সুন্নি জামাত নেতা জসিম উদ্দিন, এখলাছ সিরাজী ও শামিম আহাম্মেদ প্রমুখ।





আর্কাইভ