মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথ-রামপাশা- সড়কের বেহাল দশা
বিশ্বনাথ-রামপাশা- সড়কের বেহাল দশা
মো. আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১২মি.) সিলেটের বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কটি যথা সময়ে সংস্কার কাজ না করায় এখন বেহাল দশায় পরিণত হয়েছে৷
বিশ্বনাথ থেকে রামপাশা পর্যন্ত সংস্কার কাজ করা হলেও বছর ঘুরতে না ঘুরতেই দশদল এলাকায় ফের সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত৷ ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে৷
জানা গেছে, বিশ্বনাথ উপজেলার জনগুরম্নত্বপূর্ণ ‘বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী’ সড়কটি যথসময়ে সংস্কার কাজ না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের৷ ২০১৫ সালে বিশ্বনাথ থেকে ৩ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ করা হলেও এখনো রয়ে গেছে এই সড়কের প্রায় ১৩ কিলোমিটার সংস্কার কাছের বাকি৷ সড়কে থাকা গর্তগুলোতে পানি জমে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা৷ গত বছর রশিদপুর থেকে সড়কটির প্রথম ছয় কিলোমিটার অংশে সংস্কার কাজ সম্পন্ন হয়, তবে অধিক ক্ষতিগ্রস্থ অংশে কোনো সংস্কার কাজ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর৷
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটির এমন বেহাল দশায় দেখেও না দেখার ভান করছেন৷ সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত৷ ফলে এই সড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা৷ দেখলে মনে হয়, সড়কটি যেন মাছ চাষের উপযোগী৷ এ সড়কটির বেহাল দশার ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষার্থী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা-যাওয়াকারী রোগীরা৷
সওজ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের মে মাসে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সড়কটির ‘বর্ধিতকরণ ও সংস্কার কাজ’ শেষে উদ্বোধন করা হয়৷ তবে উদ্বোধনের ১০-১৫ দিন পর থেকেই সড়কের বিভিন্ন অংশে গর্ত ও ভাঙন সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয়দের৷
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের দুই পাশে আটটি প্রাথমিক বিদ্যালয়, দু’টি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ, দু’টি মাদরাসা, অসংখ্য মসজিদ, মত্স্য ও কৃষি খামার রয়েছে৷ উপজেলার চারটি ইউনিয়নের পাশাপাশি ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার মানুষও ওই সড়কে যাতায়াত করেন৷ ছাতকস্থ দু’টি বৃহত্তম সিমেন্ট কোম্পানীর ভারী যানবাহনও চলাচল করে ওই সড়ক দিয়ে৷ তারপরও জনগুরম্নত্বপূর্ণ সড়কটি সংস্কার হচ্ছে না৷ শিগগিরই সড়কগুলোর সংস্কার কাজ করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করার জন্য সংশিস্ন্লষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং বর্তমান সরকারের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী৷
অটোরিকশা চালক (সিএনজি) আমির আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, পেটের কারণে ঝুঁকি নিয়ে আমাদেরকে ওই সড়কে যাতায়াত করতে হচ্ছে৷ এতে আমরা (চালক) আর্থিক, মানসিক ও শারীরিক ক্ষতির শিকার হচ্ছি৷
রামাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সড়কটির বেহালদশার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ৷ দ্রুত সড়কটির সংস্কার কাজ সম্পন্ন না হলে জনদুর্ভোগ আরোও বাড়বে৷





আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি