শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » নির্বাচনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে : শামসুজ্জামান দুদু
নির্বাচনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে : শামসুজ্জামান দুদু

মো.মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ কাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মি.) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ষড়যন্ত্র করে সরকার উত্খাতের রাজনীতি বিশ্বাস করে না৷ সকল দলের অংশ গ্রহণে মাধ্যমে, জনগণের ভোটে ও নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে বিদায় করতে চাই৷১২ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে তিনি খাগড়াছড়ি জেলা বিএনপি’র আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷
খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত সাংগঠনিক সভায় এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ হারুন৷
সভায় জেলার ১৩টি ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
এর আগে সকাল ১০টার দিকে জয় বাংলা শ্লোগান দিয়ে একদল সন্ত্রাসী বিএনপি’র সাংগঠনিক সভার স্থানে হামলা চালিয়ে গেইট ভাংচুর করে৷

এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ৷ এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে বিএনপ ‘র নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে ৷ এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়৷
খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া এ ঘটনার জন্য আওয়ামী লীগ থেকে বিতাড়িত অংশকে দায়ী করে বলেন, তারা বিএনপি’র সভা ভাঙচুর করার জন্য ১১ নভেম্বর শুক্রবার রাতে শহরের বিভিন্ন স্থানে বোমাবাজি করেছে ৷ ১২ নভেম্বর শনিবার সকালে বিএনপি’র অফিসে হামলা চালিয়ে ভাংচুরসহ ১০ নেতাকর্মীকে আহত করেছে ৷





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী