শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সম্পত্তির লোভে পিতাকে কুপিয়ে হত্যা : ছেলে-মেয়ে গ্রেফতার
সম্পত্তির লোভে পিতাকে কুপিয়ে হত্যা : ছেলে-মেয়ে গ্রেফতার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৮মি.) ছেলে-মেয়েকে সম্পত্তি লিখে না দেয়ায় এক হতভাগ্য পিতাকে হত্যা করা হয়েছে ৷ ১১ নভেম্বর শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বোয়ালমারী গ্রামে৷ নিহতের নাম তোরাব আলী (৬৫)৷ পুলিশ ও গ্রামবাসী জানান তোরাব আলীর নিজ নামীয় ১০/১২ বিঘা জমি নিজেদের নামে লিখে দেয়ার জন্য তার ছেলে সাদ্দাম হোসেন ও মেয়ে সাবিনা ইয়াসমিন কিছুদিন ধরে চাপ দিচ্ছিল৷ তোরাবের স্ত্রী সোহাগী খাতুনও(৫৫)সন্তানদের পক্ষ নিয়ে স্বামীর বিরুদ্ধে অবস্থান নেন ৷ শুক্রবার রাতে এর একটা সুরাহা করতে সাবিনার স্বামী মনিরুল ইসলামকেও ডেকে নিয়ে আসা হয়৷ তোরাব আলী তার সম্পত্তি হস্তান্তর না করার সিদ্ধান্তে অটল থাকায় রাত ৯টার দিকে ছেলে, মেয়ে, স্ত্রী ও জামাই মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে ৷ প্রতিবেশি লোকজন তোরাব আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়৷ পুলিশ নিহত তোরাবের ছেলে সাদ্দাম হোসেন (২৪) ও মেয়ে সাবিনা ইয়াসমিন (২০)কে পুলিশ গ্রেফতার করেছে ৷ স্ত্রী সোহাগী ও জামাতা মনিরুল ইসলাম পলাতক রয়েছে ৷ ভাঙ্গুড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তোরাব আলীর ভাতিজা প্রভাষক আমির আলী বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে ১২ নভেম্বর শনিবার সকালে ভাঙ্গুড়া থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন৷ লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪