শিরোনাম:
●   কাপ্তাই হ্রদ বাঁচাতে দুইটি প্রকল্প গ্রহণ করা হয়েছে রাঙামাটিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ●   কল্পনা অপহরণ মামলা খারিজের প্রতিবাদে বিভিন্ন স্থানে গণবিক্ষোভ ●   নিখোঁজ তরুণী উদ্ধার হওয়ার পরেও বাড়িতে ফেরাতে পারেনি পরিবার ●   ঈশ্বরগঞ্জে প্রার্থীদের নিয়ে অবহিতকরণ সভা ●   গণমাধ্যমের স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে ●   বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন ●   রাবিপ্রবিতে GST গুচ্ছভুক্ত B ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষে আহত-৪ ●   বান্দরবানে শিশু আইন-২০১৩ শীর্ষক ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা ●   রাঙামাটি কোতয়ালী থানায় মাদকসহ গ্রেফতার-৫ ●   ঘোড়াঘাটে খাদ্য গুদাম সিলগালা কর্মকর্তা উধাও ●   নর্থ ইস্ট ইউনিভার্সিটি’র পরীক্ষা নিয়ন্ত্রক হলেন সাংবাদিক লিয়াকত ●   সন্দ্বীপে ভিক্ষুক পুনর্বাসনে গবাদি পশু বিতরণ ●   লন্ডনে এনায়েত খান মহিলা কলেজের সকল সদস্যদের মিলন মেলা ●   রেলের ভাড়া বৃদ্ধির পাঁয়তারা কাটা ঘায়ে নুনের ছিটার মত ●   কাপ্তাই লেকে বেআইনী অবকাঠামো নির্মাণ বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা দেড় বছরেও বাস্তবায়ন হয়নি ●   মহান মে দিবস ও শ্রমিকশ্রেণীর মুক্তির সংগ্রাম ●   পার্বত্য চট্টগ্রামের বন ঝুঁকিপূর্ণ, সংরক্ষণের জন্য এর জরিপ করা প্রয়োজন : কুজেন্দ্র লাল ত্রিপুরা ●   আত্রাইয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ●   ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ●   স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ●   সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তুলতে পারলেই স্মার্ট নাগরিক হওয়া সম্ভব : পার্বত্য প্রতিমন্ত্রী ●   রুমার জঙ্গল থেকে গুলিবিদ্ধ দুইটি মরদেহ উদ্ধার ●   কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা ●   মিরসরাইয়ে এসএসসি ২০২০ ব্যাচের দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ●   ২০২৩ সালের সেরা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ ●   পার্বত্য শান্তিচুক্তি পাহাড়ের চিত্র বদলে দিয়েছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ●   ৮ বছর পর খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন ●   ভারতীয় হাইকমিশনারকে ডেকে অনতিবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে বলুন ●   রাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » বড় ভাই জামাত শিবির- ছোট ভাই ছাত্রলীগ
প্রথম পাতা » অপরাধ » বড় ভাই জামাত শিবির- ছোট ভাই ছাত্রলীগ
৪৯৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড় ভাই জামাত শিবির- ছোট ভাই ছাত্রলীগ

---


নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চল দিনারপুর এলাকায় যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ৷ এ ঘটনায় গৃহবধু বাদি হয়ে একাধীক বিয়ের অধীকারী দক্ষিন দেবপাড়া (বালিদ্বাড়া) গ্রামের নারীবাজ আব্দূল মালিকের ছেলে মাদক সেবী, যৌতুক লোভী স্বামী জসিম আহমেদ শিবলু ও দেবর কথিত ছাত্রলীগ নেতা শাহজাহান সহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গতকাল বুধবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে ৷ অভিযোগে উল্লেখ রয়েছে- মামলার আসামীরা সবাই একই পরিবার ভুক্ত, নারী নির্যাতনকারী, নারী লোভী, যৌতুক লোভী, সন্ত্রাসী ও আইন অমান্যকারী ৷ স্থানীয়রা জানিয়েছেন- জসিম আহমদ শিবলু, শাহজাহান, রায়হান এলাকায় নানা ধরনের অপকর্ম করে আসছে ৷ তাদের বয়ে কেউ মুখ খুলে কথা বলার সাহস পায়না ৷ কারন তাদের চলাফেরা থানা পর্যায়ের বড় মাপের নেতাদের সাথে, এর মধ্যে ছাত্রলীগের নেতা বলে কথা এখানে ৰমতারও ব্যাপার স্যাপার আছে ৷ কিন্তু ছোট ভাই শাহজাহান ছাত্রলীগ করলেও বড় ভাই শিবলুকে মাঝে মধ্যে জামাত শিবিরের বিভিন্ন কর্মসূচিতে দেখা যায় ৷
সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার প্রায় ২ বছর পুর্বে তাদের পাশ্ববর্তী ইউনিয়ন দেবপাড়া ইউনিয়নের দক্ষিন দেবপাড়া (বালিদ্বাড়া) গ্রামের আব্দুল মালিকের ছেলে শিবলুর সাথে বিয়ে হয় জনৈক সাবানা বেগমের৷ বিয়ের পর থেকে স্বামী শিবলু ও তার পরিবারের লোকজন স্ত্রীর কাছ থেকে যৌতুক আদায়ের জন্য নানা কৌশল অবলম্বন করতে থাকে ৷ এক পর্যায়ে মেয়ের সুখের কথা চিন্তা করে তার পরিবার ১ম দফায় ৩ লক্ষ টাকা যৌতুক হিসেবে দেয়া হয় ৷ পরবর্তিতে এর কিছু দিন যেতে না যেতেই স্বামী শিবলু মোটরসাইকেল কিনতে আরো ১ লক্ষ টাকা দেয়ার জন্য সাবানা বেগমকে নির্যাতন শুরু করে ৷ এক পর্যায়ে দাবীকৃত টাকা দেয়া হয় পিতার বাড়ি থেকে এনে দেয় সাবানা ৷ এতে ও শান্ত হয়নি ওই যৌতুক লোভী পরিবারের লোকজন ৷ প্রায় সময়ই কথিত ছাত্রলীগের পাতি নেতা নানা ভয়ভিতি প্রদর্শন করতো টাকার জন্য ৷ তাকে শারিরিক ও মানসিক ভাবে সব সময় নির্যাতন চালাতো পরিবারের লোকজন ৷ গত কয়েক মাস পুর্বে শিবলুর পরিবারের লোকজন মাষ্টার প্লান করে শিবলুকে আত্মগোপনে রেখে একটি নাটক তৈরী করে ৷ সাবানার পিতার বাড়ির লোকদের মামলা দেয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবী করে ৷ এ ঘটনায় নিরুপায় হয়ে সাবানা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়রী করেন ৷ ডায়েরী করার কয়েক ঘন্টা পরই বাড়িতে চলে আসে শিবলূ এ সময় উপস্থিতিত স্থানীয়দের মধ্যে নানা কৌতুহলের সৃষ্ঠি হয় কারোও বুঝতে দেরী হয়নি যে সবই ছিল শিবলু, শাহজাহানদের নাটক ৷ সর্বশেষ গত রবিবার শিবলু পরিবারের লোকজনের পরিকল্পনায় সাবানা বেগমের নিকট পুনরায় ব্যবসা করার জন্য আরো ২লক্ষ টাকা দাবী করে ৷ এতে সাবানা বেগম দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বেদড়ক ভাবে মারপিট করা হয় ৷ পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিত্‍সা দেয়া হয় ৷ এ ঘটনায় গতকাল বুধবার গৃহবধু সাবানা বেগম বাদি হয়ে একাধীক বিয়ের অধীকারী বালিদ্বারা গ্রামের আব্দূল মালিকের ছেলে মাদক সেবী, যৌতুক লোভী স্বামী বহুঅপর্কেম হুতা জসিম আহমেদ শিবলু ও দেবর পাতি নেতা শাহজাহন সহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ৷ এ ছাড়াও উক্ত মামলার আসামীদের বিরম্নদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে ৷ সাবানার স্বামী শিবলু, দেবপাড়ার কথিত ছাত্রলীগ নেতা শাহজাহান, রায়হানসহ তাদের পরিবারের লোকজন জোয়া খেলা থেকে শুরু করে মাদক সেবনসহ সব ধরনের অপকর্মে তারা এগিয়ে রয়েছে ৷ বিশেষ করে তাদের নারী লোভী পিতা আব্দুল মালিক ৫/৬ টি বিয়ে করে এলাকায় “নারীবাজ” হিসেবেই পরিচিত ৷ তিনি আর কয়টি বিয়ে করলে শানত্ম হবেন এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে ৷ শাহজাহান থানা পর্যায়ের বড় মাপের কিছু নেতাদের পিছে পিছু ঘুরে তাদের ক্ষমতার দাফট দেখিয়ে এলাকায় নানা ধরনের অপকর্ম করছে ৷ তারা প্রভাবশালী হওয়ায় তাদের অপর্মের বিরুদ্ধে কথা সাহস পায়না কেউ।
আপলোড : ২৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : ১১.৫০ মিঃ 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)