রবিবার ● ১১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বরকে পিস্তল ঠেকিয়ে নববধু ছিনতাই
বরকে পিস্তল ঠেকিয়ে নববধু ছিনতাই
সিলেট প্রতিনিধি :: (২৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪৭মি.) সিলেটে অস্ত্রের মুখে বরের কাছ থেকে নববধুকে ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ১০ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট শহরতলীর তেমুখি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
তবে, কারা, কোথায় নববধুকে নিয়ে গেছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি। দিরাইয়ের সুতারগাঁও গ্রামের রবীন্দ্র দেবনাথের পুত্র নিখিলেশ দেবনাথ ৯ ডিসেম্বর শুক্রবার রাতে বিয়ে করতে কোম্পানীগঞ্জ উপজেলার জীবনপুর গ্রামে যান।
প্রায় ১০টি মাইক্রোবাস যোগে তিনি বিয়ে বাড়িতে পৌঁছেন। ওই গ্রামের পকিল দেবনাথের মেয়ে শাপলা দেবনাথকে বিয়ে করে তিনি বিকালে কোম্পানীগঞ্জ থেকে দিরাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে নিখিলেশ নববধুকে নিয়ে তেমুখী এলাকা পাড়ি দিচ্ছিলেন। এসময় একটি প্রাইভেট কার ও ৪-৫টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসীরা তাদের গাড়ি বহরের সামনে দাঁড়ায়।
এ সময় তারা অস্ত্রের মুখে নতুন বরের সঙ্গে থাকা নববধু শাপলাকে ছিনিয়ে নেয়। বর নিখিলেশ নাথ রাতে জানিয়েছেন, তার বুকে পিস্তল ঠেকিয়ে ওরা শাপলাকে টেনে হেচড়ে তাদের গাড়িতে নেয়।
পরে তারা বাইপাস দিয়ে দক্ষিণ সুরমা হয়ে পালিয়ে যায়। এদিকে সিলেটের জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন নতুন বধু ছিনতাইয়ের ঘটনার খবর শুনে তিনি পুলিশ দল ঘটনাস্থলে পাঠিয়েছেন।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪