রবিবার ● ১১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে গায়ে আগুন দিয়ে যুবকের মৃত্যু
গাজীপুরে গায়ে আগুন দিয়ে যুবকের মৃত্যু
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে নিজের গায়ে অকটেন ঢেলে আগুন দেওয়া এক যুবকের মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
মৃত কামাল হোসেন (২৫) গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া এলাকার মো. সানোয়ার হোসেন সানুর ছেলে এবং গাজীপুরের মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মিস্ট) বিবিএর দ্বিতীয় বর্ষের ছাত্র।
বিষয়টি স্বজনরা নিশ্চিত করলেও পুলিশকে জানানো হয়নি।
কামালের বন্ধু রেসিডেন্সিয়াল কলেজের প্রভাষক মো. নাজমুল হাসান বলেন, ১০ ডিসেম্বর শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা কামালকে মৃত ঘোষণা করেন।
রাতেই তার দাফন সম্পন্ন হয় বলে জানান তিনি।
কামালের পরিবারের বরাত দিয়ে নাজমুল বলেন, প্রায় দুই বছর আগে বাবার কিনে দেওয়া একটি মোটরসাইকেল চালানো নিয়ে ছোট ভাই জামালের সঙ্গে প্রায়ই কামালের ঝগড়া বিবাদ হতো।
শুক্রবার রাতও এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হলে কামাল তার মোটরসাইকেল থেকে অকটেন বের করে একটি বোতলে নিয়ে নিজের শরীরে ঢেলে ম্যাচের কাঠি ধরান।
নাজমুল বলেন, এ সময় ম্যাচের আগুন কামালে শরীরে ছড়িয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বলেন, বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি।





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন