শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মিষ্টি কুমড়া চাষ করে লাখ টাকা আয়ের স্বপ্ন সেলিমের চোখে
মিষ্টি কুমড়া চাষ করে লাখ টাকা আয়ের স্বপ্ন সেলিমের চোখে
ইকবাল কবীর (চাটমোহর) পাবনা :: (২৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১৪মি.) চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের নেউতিগাছা গ্রামের তাইজুল ইসলামের ছেলে জুনিয়র উকিল সেলিম হোসাইন উকালতির পাশাপাশি মিষ্টি কুমড়া চাষ করে চার মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন। অবসর সময় কাজে লাগিয়ে বাড়তি আয়ের আশায় তিনি সবজী চাষ করছেন বলে জানান।
সেলিম হোসাইন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আরো জানান, ২০১৫ সালে ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এল এলবি অনার্স শেষ করেন তিনি। পাবনা জজ কোর্টে সিনিয়র উকিল এ্যাডঃ শাহাআলম এর জুনিয়র হিসেবে প্রাকটিস করছেন। বাবা একজন কৃষক। এ বছর চাটমোহর- পাবনা সড়কের পাশে শিমুলতলা এলাকায় পৈত্রিক প্রায় ৩ বিঘা জমিতে মিষ্টি কুমড়ার চাষ করেছেন। গত অক্টোবর মাসে তিনি মিষ্টি কুমড়ার (ব্রাক সীড) বীজ বপন করেন। ৪৭৫ টি বেড করেছেন তিনি; যেখানে প্রায় ১৩ শতাধিক গাছ হয়েছে। আগামি দুই তিন সপ্তাহের মধ্যে গাছ থেকে মিষ্টি কুমড়া সংগ্রহ শুরু করবেন তিনি। গাছে প্রচুর পরিমানে মিষ্টি কুমড়া ধরেছে। পোকা মাকড়ের আক্রমন থেকে সেগুলো রক্ষা করতে পরিমিত কীটনাশক ও পানি স্প্রে করেন তিনি। এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার টাকার মতো খরচ হয়েছে তার। তিনি আশা প্রকাশ করেন এ জমি থেকে খরচ বাদে লক্ষাধিক টাকা লাভ থাকবে তার।
এলাকার অনেক বেকার যুবকরা প্রতিদিন সেলিমের মিষ্টি কুমড়ার ক্ষেত দেখতে আসেন। কয়েকজন যুবক জানান, “সেলিম ভাই মিষ্টি কুমড়া আবাদ করে লাভবান হলে তারাও মিষ্টি কুমড়ার আবাদ করবেন”।





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত