সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে উন্নয়ন মেলা উপলক্ষ্যে র্যালী
রাঙামাটিতে উন্নয়ন মেলা উপলক্ষ্যে র্যালী
খোরশেদুল ইসলাম :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ২.৪০মি.) দেশব্যাপী উন্নয়ন মেলা-২০১৭ উপলক্ষ্যে রাঙামাটিতে র্যালী করা হয়েছে।
৯ জানুয়ারী সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত র্যালী বের করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের নেতৃত্বে র্যালীতে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার হাসান, ইসলামী ফাউন্ডেশন এর কর্মকর্তা ফরিদ আহমেদ, ইসলামী ফাউন্ডেশন রাঙামাটি জেলা উপ পরিচালক খলিলুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ প্রমূখ অংশ গ্রহন করেন।
এছাড়া রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীসহ জেলার সর্বস্তরের জনগন র্যালীতে অংশ নেন।
উল্লেখ্য, বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা-২০১৭ উদ্বোধন করবেন।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়