বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » দেশে বুলেট ও দ্রুতগতি সম্পন্ন ট্রেন চালানো হবে : অসীম কুমার তালুকদার
দেশে বুলেট ও দ্রুতগতি সম্পন্ন ট্রেন চালানো হবে : অসীম কুমার তালুকদার
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.০৫মি.) ডিজি ও মহাব্যবস্থাপকের নির্দেশে রেলকে অধিকতর জনমুখি করে তোলার উদ্দেশ্যে ঈশ্বরদীর উন্নয়ন মেলা থেকে ব্যান্ড পার্টিসহ শহরে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। ১১ জানুয়ারি বুধবার সকালে রেলওয়ে পাকশী বিভাগের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ব্যাতিক্রমী এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন ১৮৯ উপজেলার সম্বয়ে গঠিত রেলওয়ে পাকশী বিভাগের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
এতে উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ,পাকশী বিভাগীয় প্রকৌশলী (লোকো) এবিএম কামরুজ্জামান, পাকশী বিভাগীয় প্রকৌশলী/২ আসাদুল হক, শ্রমিকলীগের আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর আলমসহ রেলওয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।
শহর প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে শোভাযাত্রা শেষ করার পর পথ সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য দেন, রেলওয়ে পাকশী বিভাগের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ। অসীম কুমার তালুকদার বলেন রেল এখন জনমুখি। নিরাপদ যাত্রার প্রধান মাধ্যম। আগামিতে দেশে বুলেট ও দ্রুতগতি সম্পন্ন ট্রেন চালানো হবে। ইতিমধ্যে দেশে ইন্ডিয়া ও ইন্দোনেশিয়া থেকে থেকে লেরকোচ এনে সেবা বৃদ্ধির মাধ্যমে চমক সৃষ্টি করা হয়েছে।