সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু
রাঙামাটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু
ষ্টাফ রিপোর্টার :: (১৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১২মি.) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৯ জানুয়ারি রবিবার থেকে পার্বত্য জেলা রাঙামাটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ সপ্তাহব্যাপী কর্মসূচী শুরু হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।
রবিবার ২৯জানুয়ারী সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙামাটি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু শাহেদ চৌধুরী ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা র্যালীর নের্তৃত্বদেন। রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, রাঙামাটির বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি গন র্যালীতে অংশ নেন।
র্যালী শেষে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান সহ জেলা প্রাধমিক শিক্ষা অফিসের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা গন এই সময় উপস্থিত ছিলেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন