বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩১মি.) গাজীপুরের শ্রীপুরে শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সঞ্চালন লাইন থেকে অবৈধভাবে বাসা বাড়িতে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
১৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় শ্রীপুর উপজেলার এম.সি বাজার তামান্না সোয়েটার মিল সংলগ্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে গাজীপুর ও ভালুকা তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলা এলাকায় স্থানীয় দালালচক্র মোটা অংকের অর্থের বিনিময়ে এলাকায় অবৈধ গ্যাস সরবরাহ করে। ফলে সংলগ্ন এলাকায় শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সরবরাহ কমে গিয়ে উৎপাদন ব্যাহত হচ্ছিল।
এ বিষয়ে তিতাস গ্যাস গাজীপুর জোনের জেনারেল ম্যানেজার এস.এম আব্দুল ওয়াদুদ জানান, শ্রীপুরে প্রায় ১০০ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন তৈরি করা হয়েছে। এতে সরকারের প্রতিমাসে লোকসান হচ্ছে কোটি টাকার উপরে। আর এ সুযোগে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মী, প্রশাসন ও এক শ্রেণীর অসাধুচক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
ভালুকা জোনের ম্যানেজার সাহাবুদ্দিন বলেন, আমরা চারটি স্পট সনাক্ত করে অভিযান পরিচালনা করেছি। এখানে প্রায় দুই কিলোমিটার জায়গার মধ্যে ২৫০টিরও বেশি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম রেজা জানান, পর্যায়ক্রমে এই অভিযান অব্যাহত রেখে সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪