রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে আইযুব বাচ্চুর বিখ্যাত ব্যান্ড সঙ্গীত‘পাগলা হাওয়ার তরে প্রথমস্থান
ঈশ্বরদীতে আইযুব বাচ্চুর বিখ্যাত ব্যান্ড সঙ্গীত‘পাগলা হাওয়ার তরে প্রথমস্থান
ঈশ্বরদী প্রতিনিধি :: (১২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৬মি.) মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার সকালে এসএম স্কুল মাঠে আয়োজন করা হয় ব্যতিক্রমী ডিসপ্লেলে অনুষ্ঠানের । ১৮ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রায় ৮৫ আইটেমের ডিসপ্লেলে প্রদর্শণ করা হয়। এর মধ্যে স্কুল পাড়া মডেল স্কুলের শিক্ষার্থীরা প্রখ্যাত ব্যান্ড শিল্পী আইযুব বাচ্চুর বিখ্যাত ব্যান্ড সঙ্গীত‘ পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভুনিভু করে। ওরে ওরে হাওয়া থামনারে-বন্ধু আসবে বহুদিন পরে——গানটি পরিবেশন করে। বাঙালী সাংস্কৃতির আদলে ব্যতিক্রমী পন্থায় তৈরী যন্ত্রপাতি ও বাদ্যযন্ত্র দিয়ে গানটি পরিবেশন করে প্রথম স্থান করে নেয়। বিষয়টি অনেকেরই কল্পনাতীত ছিল। সেভেন আপের বোতলের মাইক্রো ফোন, কলাগাছের তৈরী কি-বোর্ড,বাঁশের তৈরী কুলা দিয়ে বানানো গীটার,টিনের প্লাস্টিকের বালতি দিয়ে খোল ও নাল এবং বাঁশের বেতি দিয়ে বানানো বাঁশির সুরে গানটি পরিবেশন করেন নিলয়। ব্যতিক্রমী যন্ত্রপাতির তৈরী বাদ্যযন্ত্রের তালে প্রখ্যাত শিল্পীর বিখ্যাত গান পরিবেশন উপস্থিত অতিথি ও দর্শকদের মাতিয়ে তোলে।
এ সময় প্রধান অতিথি হিসাবে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি,বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু,ইউএনও শাকিল মাহমুদ, এসিল্যান্ড শিমুল আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না উপস্থিত ছিলেন।





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান