মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে দেড়’শ যাত্রী নিয়ে ট্রলার ডুবি: ৩ নারীর লাশ উদ্ধার
মোরেলগঞ্জে দেড়’শ যাত্রী নিয়ে ট্রলার ডুবি: ৩ নারীর লাশ উদ্ধার
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: (১৪ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৪মি.) বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে একটি যাত্রীবাহি খেয়া ট্রলার ডুবে ৩ নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০জন। গুরুতর আহত অবস্থায় ৫জনকে খুলনায় স্থান্তর করা হয়েছে। এ ঘটনায় আরো ১৫জন নিখোঁজ আছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড, থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করছেন। ২৮ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পানগুছি নদীতে এ ঘটনা ঘটে। বেলা ১১টায় নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ তাদের ডুবুরি দল নিয়ে উদ্ধার কাজে যোগ দেয়।
আহত যাত্রীরা সিএইচটি মিডিয়াকে জানান, ঘটনার সময় নৌবাহিনীর একটি জাহাজ (পি-৩১২) দ্রুতগতিতে চালিয়ে গেলে এর তুফানে ট্রলারটি উল্টে যায়। ট্রলারে কমপক্ষে দেড়শ’ যাত্রী ছিলো। এদের মধ্যে নিহত ৩ নারী হচ্ছেন, কালিকাবাড়ি গ্রামের মহসিন হোসেনের স্ত্রী বিউটি বেগম(৩৮), গুয়াবাড়িয়া গ্রামের হাসেম হাওলাদারের স্ত্রী পিয়ারা বানু(৫০) ও চিংড়াখালী গ্রামের মৃত ইউনুস আলীর স্ত্রী সুফিয়া বেগম(৭৫)। এই ঘটনার খবর পেয়ে মোংলাগামী নৌ বাহিনীর ওই জাহাজটি কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে ফিরে আসে।
আশংকাজনক অবস্থায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেবেকা খাতুন(৪৮), খাদিজা বেগম(৪০), সাবেক পুলিশ সদস্য মো. শাজাহান তালুকদার(৬৫), আবুল খায়ের খোকা(৫৫) কে খুলনায় স্থান্তর করা হয়েছে।
মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি আছেন ফুলহাতা গ্রামের নাসিমা বেগম(৩০) ও তার ২ বছরের শিশুপূত্র।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম, ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা মো. হায়দার আলী ও উদ্ধার হওয়া যাত্রীদের নিকট থেকে পাওয়া তথ্যমতে নাজমুল(৭), রাহাত(১০), আনছার হাওলাদার(৩৮), মোশারেফ হাওলাদার(৫০), সুলতান হাওলঅদার(৪২), হাসিব(৬), নাদিরা আক্তার(১৭), সালমা বেগম(৩০), সাজ্জাদ(২), লাবনী আক্তকার(৭) ও পরিবার পরিকল্পনা মোরেলগঞ্জ অফিসের অফিস সহায়ক মো. রফিক এখনো নিখোঁজ রয়েছেন।





কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন