শুক্রবার ● ১৪ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ
বাগেরহাটে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ
বাগেরহাট প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৪মি.)
বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্যে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ-১৪২৪ কে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা, পানতা রুই, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী খেলার। ১৪ এপ্রিল শৃক্রবার সকাল ৯ টায় বর্নাঢ্য র্যালি মোরেলগঞ্জ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে মিলিত হয়। উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ফাহিমা আকতার, জেলা পরিষদের সদস্যা আফরোজা আকতার , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, আওয়ামীলীগ নেতা মোঃ ইব্রাহিম হাওলাদার। এর আগে উপজেলা অফিসার ক্লাবে আয়োজন করা হয় পান্তা রুইয়ের। পরে উপজেলা মাঠে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়াও নববর্ষ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী খেলা রশি টানাটানি ও অন্ধের হাড়ি ভাঙ্গা।