শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালিয়াকৈর স্কুলছাত্র নিখোঁজ
কালিয়াকৈর স্কুলছাত্র নিখোঁজ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৩মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকা থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্র ১০দিন ধরে নিখোঁজ রয়েছে।
২৮ এপ্রিল শুক্রবার পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ স্কুলছাত্র হলো কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামের আবদুল গনি খাঁনের ছেলে সোহাগ হোসেন (১৪)। সে মাঝুখান মডেল পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
স্কুলছাত্রের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার মাঝুখান মডেল পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সোহাগ হোসেন গত ১৮ এপ্রিল সকালে স্কুলের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়।
কিন্তু স্কুল শেষ হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। ওদিনই রাতে তার যাওয়ার সম্ভাব্য সব আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন গত ১৯ এপ্রিল স্কুল ছাত্রের বাবা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজের দশ দিন হলেও শুক্রবার সকাল পর্যন্ত তাকে না পেয়ে হতাশায় রয়েছেন তার পরিবারের সদস্যরা।
কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সানোয়ার জাহান বলেন, সবগুলো থানায় বার্তা পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন সোসের্র মাধ্যমে স্কুলছাত্রকে খোঁজার চেষ্টা করা হচ্ছে।
কেউ তার সন্ধান পেলে কালিয়াকৈর থানায় যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং