মঙ্গলবার ● ৯ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে র্যাবের অক্সিডাইজেশন প্লান্টে আগুন
গাজীপুরে র্যাবের অক্সিডাইজেশন প্লান্টে আগুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০৩০মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ী এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর ট্রেনিং স্কুলের অক্সিডাইজেশন প্লান্টে আগুন লাগে।
৯ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই প্ল্যান্টে আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক মো. হাসিবুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে পোড়াবাড়ির র্যাব ট্রেনিং স্কুল সেন্টার চত্বরে থাকা অক্সিডাইজেশন প্ল্যান্টে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে অক্সিডাইজেশনের প্ল্যান্টে থাকা রাসায়নিক পুড়েছে এবং চুলা ও শেড ক্ষতিগ্রস্ত হয়েছে। যান্ত্রিকত্রুটি থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
র্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কোমান্ডার মো. মহিউল ইসলাম সাংবাদিকদের জানান, ওই প্ল্যান্টে র্যাবের রাইফেলসহ বিভিন্ন অস্ত্র রঙ করা হয়। এ জন্য ব্যবহৃত কেমিক্যাল পুড়ে গেছে। এতে কেউ আহত হয়নি এবং তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

      
      
      



    গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত    
    শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন    
    শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে    
    গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল    
    আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল    
    রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন    
    গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’    
    গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা    
    বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন    
    গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ