শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » খেলা » পদ্মা একাদশের ২-০ গোলে জয়লাভ
পদ্মা একাদশের ২-০ গোলে জয়লাভ
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৪মি.) ঈশ্বরদী ভেলুপাড়ার ঐতিহ্যবাহী হিরোশিমা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে ১০ জুন শনিবার সকালে রমজানলীগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও ক্রীড়া ব্যক্তিত্ব ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু প্রধান অতিথি হিসাবে আলহাজ্ব সুতামিল মাঠে এ খেলার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এহসানুল কবীর শিমুল, রনা দাদু, মহিদুল ইসলাম,আব্দুল মান্নান,সাহান মাল ও আমিরুল ইসলাম।
প্রথম দিনের খেলায় পদ্মা একাদশ ও মেঘনা একাদশঅংশ নেয়। ৩০ মিনিট ব্যাপি অনুষ্ঠিত খেলায় পদ্মা একাদশ মেঘনা একাদশকে ২-০ গোলে পরাজিত করে। গোটা রমজান মাস ব্যাপি রমজানলীগ ফুটবল প্রতিযোগিতায় মোট ১০ টি দল অংশ নিবে।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু বলেন, সুস্থ্য জাতী গঠনে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি যে জাতী যত বেশী খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা করে, সে জাতী তত বেশী উন্নত হয়। মাদকমুক্ত সুস্থ্য সমাজ গঠন কল্পে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সর্বোচ্চ গুরুত্বের সাথে এগিয়ে আসতে হবে।





রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট