রবিবার ● ২৫ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ২ শিশু
ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ২ শিশু
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.০৫মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মিরাশপাড়ার বৌবাজার এলাকায় ২৩ জুন শুক্রবার সন্ধ্যায় ঘরের ছাদে লাঠি দিয়ে খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু গুরুত্বর আহত হয়েছে।
তারা হলো, স্থানীয় আমির হোসেনের বাড়ির ভাড়াটে আব্দুর রশিদের মেয়ে সীমা (১১) এবং আলমগীর হোসেনের ছেলে শাওন (১০)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়া এলাকায়।
সীমার বাবা আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, আমির হোসেনের ভাড়া বাড়ির চালের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন চলে গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সীমা ও শাওন ঘরের ছাদের উপর খেলা করছিল। খেলার একপর্যায়ে তাদের হাতে থাকা লাঠিটি বিদ্যুতের তারে লেগে বিকট শব্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা নীচে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ রাশেদুজ্জামান সাংবাদিকদের জানান, সীমার শরীর ৯৯ শতাংশ এবং শাওনের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। এমতাবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। টঙ্গী থানা পুলিশের ওসি মোঃ ফিরোজ তালকদার বলেন, এ খবর তার জানা নেই।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ