বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হবিগঞ্জে ছাত্রলীগের কমিটিতে নাম প্রকাশের পূর্বেই চাঁদাবাজির অভিযোগ
হবিগঞ্জে ছাত্রলীগের কমিটিতে নাম প্রকাশের পূর্বেই চাঁদাবাজির অভিযোগ
হবিগঞ্জ প্রতিনিধি :: (১৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৫মি.) গভীর রাতে সিগারেট বাকি না দেওয়ায় ব্যবসায়ীকে বাজার ছাড়ার হুমকী দিলেন ছাত্রলীগ নেতা সোহেল এঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দ ইউনিয়নের হীরাগঞ্জ বাজারে । এব্যাপারে আউশকান্দি হীরাগঞ্জ মাদ্রাসা পয়েন্টস্থ হুমাউন মার্কেটে অবস্থিত ইমরান কনফেশনারী ২ এর প্রো. ভুক্তভোগী মোত্তাব্বির হোসেনের সাথে আলাপকালে সে জানায়,গত রবিবার দিবাগত রাত অনুমান ১২টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে আমার ভাগিনাকে নিয়ে রাতের খাবার খাচ্ছিলাম এসময় দোকানের শাটারে বাহির লাথি ও থাবার শব্দ শুনে শাটার খুলা মাত্রই দেখতে পাই উত্তর দৌলতপুর গ্রামের মৃত লাল মুন্সি মিয়ার নাথী মোবারক হোসেন শিপন ও আউশকান্দি গ্রামের মতলিব মিয়ার পুত্র ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সোহেল দোকানে প্রবেশ করেই এক প্যাকেট গড়লিপ সিগারেট দেওয়ার জন্য বলে। আমি সিগারেট দিলে টাকা না দিয়েই তারা চলে যায় এসময় আমি পিছন দিক থেকে টাকা দিয়ে যাওয়ার জন্য বললে আমাকে শিপন গালিগালাজ করে। এক পর্যায়ে বাকি দিতে অপারগতা প্রকাশ করায় সুহেল তার পকেট থেকে টাকা বের করে দেয় । টাকার দেওয়ার পর সুহেল বলে’ তুই কিভাবে বাজারে থাকিস আমি আগামীকাল আমি তা দেখে নেব’ তকে বাজার ছাড়া করবো বলে হুমকি দিয়ে তারা চলে যায়। পরদিন সোমবার দুপুরে আমার দোকানে আবার সুহেল এসে দোকানের মালামালের চিত্র তার মোবাইল ফোনে ধারণ করে নানা ধরণের হুমকী দিয়ে চলে যায়। এদিকে এবিষয়টি বাজার ব্যবসায়ীদের মধ্যে জানাজানি হলে বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান খবর পেয়ে ঘটিনাস্থলে উপস্থিত হয়ে এমরান কনফেশনারী ২ এর প্রো. মোতাব্বির হোসেনের কাছ থেকে বুঝে সুহেল এর কাছে যান। সে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ ও ক্ষমতাসীন দলের ভয়,ও ইন্টারনেট এ ছড়িয়ে দেওয়ার হুমকী দিয়ে ১০হাজার টাকা চাঁদাদাবী করে। বিষয়টি নিষ্পত্তির লক্ষে সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ৩হাজার টাকা ধার্য করে মোত্তাব্বিরের দোকানে এসে মোতাব্বিরকে টাকার বিষয়টি জানালে মোতাব্বির ৩হাজার টাকা দিয়ে দেয়,রক্ষক হয়ে গেলেন ভক্ষক”সাংগঠনিক” সম্পাদক মুজিবুর রহমান ৩ হাজার টাকা আদায় করে ১ হাজার টাকা নিজে আত্মসাৎ করে ২ হাজার টাকা ছাত্রলীগ নেতা সোহেলকে দিয়ে দেন। এব্যাপারে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে গত মঙ্গলবার সন্ধ্যা পর পর আউশকান্দি হীরাগঞ্জ বাজার রুপালী ব্যাংকের নিচে ব্যবসায়ী সমিতির সভাপতি মোরশেদ আহমেদের কার্যালয়ে এক জরুরী বৈঠক বসে। এসময় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন হিরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট মুরুব্বি মনর মিয়া,বিশিষ্ট মুরুব্বি সিরাজ মিয়া,বর্তমান সভাপতি মোরশেদ মিয়া,সাধারণ সম্পাদক জাহান চৌঃ,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান কোষাধ্যক্ষ আব্দুর নূর,সদস্য আরশ আলী,সহ ব্যবসায়ী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। ঐ বৈঠকে গত বুধবার সভাপতির কাছে (৩০জুলাই) নব গঠিত হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মিজানুর রহমান সোহেল ২হাজার টাকা দেওয়ার কথা থাকলে ও এ সংবাদ লেখা পর্যন্ত টাকা দেয়নি। এনিয়ে যেকোনো সময় ব্যবসায়ী ও সচেতন মহলের লোকজনের মধ্যে বড় ধরণের অপ্রতিকল ঘটিনা ঘটতে পারে। অপর দিকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাজ্ঞ কমিটিতে সুহেলের নাম প্রকাশের পূর্বেই সে এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি, ভয়ভীতি হুমকী এবং ছাত্র না হয়ে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক,অনলাইন পত্রিকা সময়েরবাণী ডট কম এর সম্পাদক ও প্রকাশক লিখে ভিজিটিং কার্ড সামাজে বিতরণ করছে। সচেতন মহলের প্রশ্ন সে ছাত্র না হয়েও ছাত্রলীগের কমিটিতে কিভাবে স্থান পায়??? ও শিক্ষাগত যোগ্যতা ছাড়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক কিভাবে হয়?? এতে তো লেখাপড়া করে সম্পাদক হয়েছে তাদের মানসম্মানে আঘাত আনছে। এনিয়ে ঢাকা,সিলেট হবিগঞ্জ নবীগঞ্জ,আউশকান্দি সহ দেশবিদেশে অবস্থানরত সচেতন লোকজনের মধ্যে চুলছেড়া বিশ্লেষণ চলছে । নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল ও কলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষিকা বলেন এই সুহেল কোন স্কুল কলেজের ছাত্র??? । এব্যাপারে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোরশেদ আহমদের ০১৭১১৯১০২৯০ নাম্বারে যোগাযোগ করা হলে ফোন রিছিভ করেননি। বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মনর মিয়া জানান, চাঁদাবাজির ঘটিনা সত্যতা নিশ্চিত করে বলেন খুব কষ্ট লাগলো বিষয়টি শুনে একজন নির্বাচিত বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হয়ে ও বাজারে ব্যবসায়ী হয়ে আরেকজন ব্যবসায়ীর কাছে কিভাবে চাদা আদায় করলো, এব্যাপারে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মিজানুর রহমান সোহেল এর মোবাইল ০১৭১১৯৬৬৯৫৭ এই নাম্বারে বার বার যোগাযোগ করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায় । তদন্ত সাপেক্ষে এঘটনায় নব গঠিত হবিগঞ্জ জেলা ছাত্রলীগ এর সহ সম্পাদক মিজানুর রহমান সোহেল এর বিরুদ্ধে জেলা প্রশাসক,প্রশাসন,কেন্দ্রীয় ছাত্রলীগ,জেলা ছাত্রলীগের নেতাকর্মীকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর হাতেগড়া আওয়ামীলীগ ও ডিজিটাল বাংলার রুপকার জননেত্রী শেখ হাসিনা’র মান সম্মান রক্ষার্থে অচিরেই অশিক্ষিত, মেধাহীন মুর্খ,চাঁদাবাজকে সুনাম ধন্য ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করার জোর দাবী জানিয়েছেন দেশবিদেশে অবস্থানরত সকল শ্রেণীপেশার লোকজন ।





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং