বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফের পাঁচ কর্মী আটক
খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফের পাঁচ কর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে অস্ত্র-গুলি ও লক্ষাধিক টাকাসহ ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
জেলা সদরের খবংপুড়িয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সভাপতি জিকো ত্রিপুরা (৩০), ইউপিডিএফের জেলা সংগঠক স্বপন চাকমা (২৬), সদস্য প্রতীন চাকমা (২৩), নিকট চাকমা (২২) ও রঞ্জু চাকমা (২৪)।
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. নাসির-উল-হাসান খান সাংবাদিকদের জানান, দুপুর পৌনে একটার দিকে জেলা শহরের খবংপুড়িয়া এলাকায় চাঁদা আদায়কালে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের এ পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশী এলজি, ৮ রাউন্ড গুলি, ৮৬ হাজার ৯০০ টাকা ও দুটি চাঁদা আদায়ের রশিদ বই উদ্বার করা হয়।
মেজর হাসান আরো জানান, আটকরা একাধিক মামলার আসামি। তাদের পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে ইউপিডিএফ কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক নিরণ চাকমা এ ঘটনাকে মিথ্যা ও সাজানো উল্লেখ করে আটকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
আপলোড : ১৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৩৪ মিঃ





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান