মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গির্জার ফাদারকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
গাজীপুরে গির্জার ফাদারকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৬মি.) ঢাকার কাকরাইলের গির্জার ফাদার শিশির গ্যাগারিওকে মোবাইল ফোনে ডেকে অপহরণের অভিযোগে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা সৌরভকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
২ অক্টোবর সোমবার রাতে টঙ্গীর পাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সৌরভ টঙ্গীর মরকুন এলাকার গোলাম কবিরের ছেলে এবং টঙ্গী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ ব্যাপারে সৌরভসহ কয়েকজনের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে।
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার বলেন, শিশির গ্যাগারিওর বোন টঙ্গীর পাগার এলাকার এক গির্জায় থাকেন। সোমবার বিকেলে অপহরণকারীরা কৌশলে তার বোনের মোবাইল নম্বরটি তাদের একজনের মোবাইল নম্বরে কল ডাইভার্ড করে রাখে। পরে অপহরণকারীরা শিশিরকে ফোন করে জানায়, তার বোন গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে। তারা বোনকে দেখতে দ্রুত পাগার এলাকায় তাকে আসতে বলে। বোনের নম্বর থেকে কল পেয়ে শিশির মোটরসাইকেলযোগে সন্ধ্যায় পাগার এলাকায় পৌঁছে।
এ সময় অপহরণকারীরা তাকে ধরে নিয়ে পাগার এলাকার একটি কক্ষে আটকে রাখে। পরে তার সঙ্গে থাকা কিছু টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় শিশির তাদের বাধা দিলে মারধর করতে থাকে। পরে তার মোবাইল থেকে স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ সময় শিশিরের ডাক-চিৎকার শুনে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সৌরভকে গ্রেফতার এবং শিশির ও তার মোটরসাইকেলটি উদ্ধার করেছে। আহত শিশিরকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত শিশির বাদী হয়ে সৌরভসহ ৪জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫জন আসামি করে টঙ্গী থানায় মামলা করেছেন।
ছাত্রলীগের টঙ্গী কলেজ শাখার সভাপতি কাজী মঞ্জুর বলেন, কারও অপকর্মের দায়দায়িত্ব ছাত্রলীগ নেবে না। সৌরভ অপহরণ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪