সোমবার ● ৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহের অন্যতম অস্ত্র ব্যবসায়ীর সহযোগী জিতু গ্রেফতার
ময়মনসিংহের অন্যতম অস্ত্র ব্যবসায়ীর সহযোগী জিতু গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: (২৫ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মি.) ময়মনসিংহের অন্যতম অস্ত্র ব্যবসায়ী নূর উদ্দিনের পলাতক আরেক সহযোগী আরিফুল হক শিমুল ওরফে আকাশ ওরফে জিতুকে (২২) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার ৮ জানুয়ারি দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হাসান মোস্তফা স্বপন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার ৭ জানুয়ারি রাতে নগরীর আনন্দমোহন কলেজ রোডস্থ একটি বাসা থেকে তাকে গ্রেফতার করার পর কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তার আগে রাজু দেওয়ান (২৭) নামে একজনকে শুক্রবার ৫ জানুয়ার) নগরীর গাঙ্গিনারপাড় মোড় এলাকা থেকে গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আকাশ ওরফে জিতুকে গ্রেফতার করে র্যাব।তবে এখনো পর্যন্ত শীর্ষ সন্ত্রাসী ও অন্যতম অস্ত্র ব্যবসায়ী নূর উদ্দিনকে গ্রেফতার করা সম্ভব না হলেও তাকে গ্রেফতারের জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন র্যাব’র অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হাসান মোস্তফা স্বপন।
প্রসঙ্গতঃ গত ২৮ নভেম্বর গভীর রাতে নগরীর নাসিরাবাদ কলেজ মাঠ সংলগ্ন মিলনবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি সুরক্ষিত কক্ষের চৌকির ওপর থেকে চারটি পিস্তল, সাত রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, দু’টি চাপাতি, পাঁচটি চাকুসহ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব।এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তৈরির কারিগর নূর উদ্দিন, আকাশ ও রাজু পালিয়ে যেতে পারে বলে ধারণা করা হয়।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪