বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » নির্বাচনে মনোনয়ন পেয়েও দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি আ’লীগের প্রার্থী
নির্বাচনে মনোনয়ন পেয়েও দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি আ’লীগের প্রার্থী

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুর আসন্ন পৌর নির্বাচনে মনোনয়ন পেয়েও দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি শ্রীপুর পৌরসভার দুইবার নির্বাচিত মেয়র আওয়ামী লীগের প্রার্থী আনিছুর রহমান৷ পরে দলীয় কার্যালয়ের বাইরে নেতাকর্মীদের নিয়ে মিটিং করে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন৷
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা ২ ডিসেম্বর বুধবার রাতেই দলীয় কার্যালয়ে তালা দেয়৷
৩ ডিসেম্বর বৃহস্পতিবার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিছুর রহমান আনিছ এবং বিএনপি সমথিত মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদ মনোনয়ণপত্র জমা দেন৷ মনোনয়নপত্র জমা দেয়ার পর দুজনই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন৷
সকাল থেকে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বড় দুই দলের প্রার্থী ৷ বেলা ১২টায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র আনিছুর রহমান ও সাড়ে ১২টায় বিএনপি সমর্থিত প্রার্থী শহিদুল্লাহ শহিদসহ চারজন মনোনয়নপত্র জমা দেন৷
উল্লেখ্য, আসন্ন পৌরসভা নির্বাচনে ২৩৫টি পৌরসভায় একক প্রার্থী চূড়ানত্ম করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ৷ তারই প্রেক্ষিতে শ্রীপুরে দলীয় প্রার্থী হিসেবে আনিছুর রহমানকে মনোনয়ন পত্র প্রদান করেন সভানেত্রী শেখ হাসিনা৷
৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন৷





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা