সোমবার ● ২৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিএনপি’র ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গাজীপুরে বিএনপি’র ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মি.) গাজীপুরে বিএনপির যৌথ সভায় হট্টগোলের ঘটনায় ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
২৮ জানুয়ারি রবিবার রাতে জয়দেবপুর থানার এসআই মো. আর্শাদ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম, পৌর বিএনপি’র সভাপতি মীর হালিমুজ্জামান ননী, সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নু, জেলা শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন সরকার, বিএনপি নেতা শাখাওয়াৎ হোসেন সবুজ, শওকত হোসেন সরকার, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, শ্রীপুর থানা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, বিএনপি নেতা নাহীন আহমেদ মমতাজী, ওই কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেনসহ গাজীপুরের বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৪৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি’র ওই যৌথ সভাকে কেন্দ্র করে দু’পক্ষের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা, ভাঙচুরের অভিযোগ এনে রবিবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩), ২৫ (ঘ) ধারায় মামলা হয়েছে। এ মামলায় ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
আজ ২৯ জানুয়ারি সোমবার বিকেলে তাদেরকে গাজীপুর আদালতে নেয়া হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২৮ জানুয়ারি রবিবার দুপুরে গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় ট্রাস্ট কমিউনিটি সেন্টারে গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত যৌথ সভার শেষের দিকে পুলিশ নেতাকর্মীদের বেধড়ক লাঠিচার্জ করে। এতে অন্তত ২৫ নেতাকর্মী আহত হন। ১৭ জনকে আটক করা হয়।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ