সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বর্তমান সরকার শতভাগ শিশুকে স্কুলগামী করতে পেরেছে : গণশিক্ষা মন্ত্রী
বর্তমান সরকার শতভাগ শিশুকে স্কুলগামী করতে পেরেছে : গণশিক্ষা মন্ত্রী
ময়মনসিংহ অফিস :: (২২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৪৩মি.) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন ‘বর্তমান সরকার এমডিজির লক্ষ্য অর্জনে শতভাগ শিশুকে স্কুলগামী করে সবার জন্য শিক্ষা এ কথাটি প্রতিষ্ঠিত করতে পেরেছে।’
রবিবার ৪ ফেব্রুয়ারি সকালে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার সাথে সর্ম্পকিত সকল কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আরও বলেন,দেশের কেউ আর শিক্ষা থেকে বঞ্চিত হবেনা। সব শ্রেণি-পেশার মানুষ এখন শিক্ষা গ্রহণ করায় ‘সবার জন্য শিক্ষা এ বিষয়ে বাংলাদেশ অনেক দুর এগিয়েছে। তাই সরকারের এ লক্ষ্য অর্জনে সেইসাথে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকগনের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি. এম সালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) বিজয় ভূষণ পাল, জেলা প্রশাসক কৃষিবিদ মো. খলিলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোজাম্মেল হোসেন প্রমূখ।
ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ মতবিনিময় সভায় বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, ময়মনসিংহ বিভাগের চার জেলার শিক্ষা কর্মকর্তা ও সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন