সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » মুক্তমত » মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে-খোলা চিঠি
মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে-খোলা চিঠি
বড়ই কষ্টে-বেদনায় আপনার উদ্দেশ্যে এই নিরূপায় কলম তুলে ধরছি।
মমতাময়ী নেত্রী বঙ্গকন্যা ও সূর্য কন্যা আপনার আলোয় আমরা আলোকিত। এই খোলা চিঠি লেখার জন্য আমাকে ক্ষমা করবেন । আপনার কাছে একটি বিষয় তুলে ধরছি । আমরা নবীগঞ্জ বাহুবলবাসী বাংলাদেশের মধ্যে হতভাগা নেতা শূন্য নেতা যারা রয়েছেন তারা নিজেকে নিয়েই ব্যস্ত ।বাংলাদেশে রাজনীতির উজ্জ্বল নক্ষত্র,বঙ্গবন্ধুর সৈনিক একজন ত্যাগী রাজনীতিবিদ ও পরীক্ষিত বঙ্গবন্ধুর সৈনিক ও একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ,বাংলাদেশ আওযামী -যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আব্দুল মুকিত চৌধুরী,যিনি ছাত্ররাজনীতি থেকে শুরু করে, দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করে আসছেন, হবিগঞ্জের কৃতি সন্তান জনাব মুকিত চৌধুরী-কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী করেন তাহলে নবীগঞ্জ বাহুবলবাসী আপনার কাছে চিরঋণী ও কৃতজ্ঞ থাককে। এবং এলাকার ব্যাপক উন্নয়ন হবে।আপনার কাছে অনুরোধ দীর্ঘদিন যাবত নবীগঞ্জ- বাহুবলবাসী আমরা অবহেলিত ,আমরা আর অবহিত থাকতে চাইনা । জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে এমন একজন প্রার্থী দেন যাতে আমাদের আশা-আহাংকা পূরণ হয়।আর এই অবহেলা থেকে আমরা মুক্তি চাই । আপনার উন্নয়নের ছোঁয়া চাই । আমার লেখা, ও কথার ভাষায় ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন।
মিজানুর রহমান সোহেল
সাবেক সহ- সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ, হবিগঞ্জ জেলা শাখা ।
[email protected]





আন্তর্জাতিক ‘আদিবাসী’ দিবসকে ব্যবহার করে রাষ্ট্রবিরোধী চক্রান্ত
সোনালী চিল
যোগ্যজন নির্বাচন এবং জাতীয় ভোটারদিবস-২০২৩
প্রধান শিক্ষককে ফিরে পেতে ছাত্র-ছাত্রীদের আকুতি
সুন্দর সমাজ বিনির্মাণে ভোট প্রদান নাগরিকের দায়িত্ব
প্রকাশিত সংবাদের প্রতিবাদের নামে ষড়যন্ত্র কুচক্রীমহলের
অবচাঁন রাজার গবচাঁন মন্ত্রীর গল্প
চলচ্চিত্রের নায়িকা, মডেলসহ নারীকে গ্রেফতারের ঘটনা জাতীয় ইস্যুতে পরিনত করায় শ্রমজীবী নারী মৈত্রীর নিন্দা
নোয়াখালী বিভাগের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি