শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » শ্রমিকদের বাঁচার মত মজুরী দিন, অধিকার দিন
শ্রমিকদের বাঁচার মত মজুরী দিন, অধিকার দিন

ঢাকা প্রতিনিধি:: ১২ ডিসেম্বর বিকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ জরুরী ভিত্তিতে বিদেশী জুতার অবাধ আমদানি বন্ধ করার কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাদুকা শিল্পে সরকারের আর্থিক সহায়তা না পেলে শত শত বছরের ঐতিহ্যবাহী এই শিল্পকে রক্ষা করা যাবে না, বেকার হয়ে পড়বে কয়েক লক্ষ শ্রমিক। পেশা হারাবে এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ৫০ লক্ষ মানুষ। তারা বলেন চীন, ভারত, থাইল্যান্ড, বার্মার নিম্নমানের জুতা দেশের বাজার দখল করে নিয়েছে। তারা এই শিল্প বাঁচাতে জুতার কাঁচামাল ও রং এর উপর ভ্যাট প্রত্যাহার করার দাবি জানান। সমাবেশে নেতৃবৃন্দ বলেন পাদুকা শিল্পের শ্রমিকদের জন্য শ্রম আইনের কোন প্রয়োগ নেই। নেতৃবৃন্দ পাদুকা শ্রমিকদের সারা বছর কাজ, বাঁচার মত মজুরী, নিয়োগ পত্র ও পরিচয়পত্র প্রদান, অস্বাস্থ্যকর-অমানবিক মাচাং ব্যবস্থার অবসান, রাত্রিকালীন ভাতাসহ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম অধিকার বাস্তবায়নে সরকার ও মালিকদেরকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
সংগঠনের আহ্বায়ক আছুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, মুখলেছুর রহমান, আকবর খান, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের নেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, পাদুকা শ্রমিক নেতা ইমরান হোসেন, শামীম আহমেদ, নুর আলম, মোঃ সালমান প্রমুখ।
সমাবেশ শেষে পাদুকা শ্রমিকদের বিক্ষোভ মিছিল তোপখানা রোড ও বিজয়নগর প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় এসে শেষ হয়।





ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট