সোমবার ● ৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দপ্তরি আটক
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দপ্তরি আটক
ময়মনসিংহ অফিস :: (২৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৬মি.) ময়মনসিংহের ত্রিশালে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের দপ্তরি আবু সাঈদ (৩০) কে আটক করেছে পুলিশ। ঘটনার পর এলাকাবাসি দপ্তরির বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এবং ঘটনার শিকার শিক্ষার্থীর মা লাভলী আক্তার বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী (১২)তার দুই বান্ধবীকে নিয়ে শনিবার সকাল ৮টার দিকে বিদ্যালয়ের সততা ষ্টোরে কলম কিনতে যায়। এ সময় কৌশলে দুই বান্ধবীকে ক্লাসে পাঠিয়ে দিয়ে ওই বিদ্যালয়ের দপ্তরি আবু সাঈদ শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিক্ষার্থী চিৎকার দিয়ে পালিয়ে নিজ বাড়ি গিয়ে তার মা-বাবাকে বিষয়টি জানায়।
ঘটনার পর নির্যাতনের শিকার শিশুটির বড় ভাই আল আমিন রোববার সকালে ওই বিদ্যালয়ে গিয়ে দপ্তরি আল আমিন মারধরের চেষ্টা করলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিয়া হেদায়েত হোসেন খাঁজা তাৎক্ষণিক স্কুলে এসে পরিস্থিতি সামাল দেন। পরে দপ্তরি সাঈদকে বিদ্যালয়ের একটি কক্ষে আটক করে রেখে থানায় খবর পাঠান। ত্রিশাল থানা পুলিশ পরে ঘটনাস্থল থেকে সাঈদকে আটক করে থানায় নিয়ে আসে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক এসআই দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটির সাথে কথা বলার পর সাঈদকে আটক করা হয়।
ত্রিশাল উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, এ ঘটনার পর দপ্তরি সাঈদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন বলেন, মেয়েটির সাথে কথা বলে বোঝা গেছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল।





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং