সোমবার ● ২৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » বিশ্বনাথে তথ্য প্রযুক্তি আইনের মামলার আসামীদের ছবি দিয়ে পোস্টারিং
বিশ্বনাথে তথ্য প্রযুক্তি আইনের মামলার আসামীদের ছবি দিয়ে পোস্টারিং
বিশ্বনাথ প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার নামে ফেসবুকে ফেক আইডি খুলে প্রধানমন্ত্রী’সহ বিভিন্ন ব্যক্তিবর্গের ছবি বিকৃত করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে আসামীদের ছবি দিয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের নাম ব্যবহার করে পোস্টারিং করে প্রচারণার অভিযোগ পাওয়া গেছে। প্রচারিত পোস্টার ও আসামীদের অব্যাহতি দাবির সাথে আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই দাবি করে বিবৃতি দিয়েন উপজেলার দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
তাদের স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, উপজেলার মীরেরগাঁও গ্রামের আব্দুল মুতলিবের পুত্র আলতাউর রহমান, একই গ্রামের আব্দুর রশিদের পুত্র আতিকুর রহমান ও মুজিবুর রহমান তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলার আসামী। আসামীদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাদের দাবিতে দৌলতপুর ইউনিয়ন আ’লীগের ব্যানারে গত ২০ এপ্রিল ইউনিয়নের বিভিন্ন স্থাপনায় পোস্টারিং করে প্রচারণা চালানো হচ্ছে। মূলত আতিকুর রহমান আ’লীগের কোন কর্মী বা সমর্থক নন এবং তিনি বিএনপির একজন কর্মী। এব্যাপারে কোন ভাবেই দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সম্পৃক্ততা নেই। তাই মামলা সুষ্টভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী যেই হোকনা কেন বিবৃতিতে তাদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের আ’লীগ নেতা মো. আবুল কালামের নামে ফেসবুকে ফেক আইডি খুলে প্রধানমন্ত্রী’সহ বিভিন্ন ব্যক্তিবর্গের ছবি বিকৃত করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সুপ্রীম কোর্ট সাইবার ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করেন আবুল কালাম। এরই প্রেক্ষিতে গত ৫ এপ্রিল অভিযোগটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ (সংশোধিত-১৩) এর ৫৭ ধারায় এফআইআর করে আদালতে রিপোর্ট দাখিলের জন্য বিশ্বনাথ থানার ওসি’কে নির্দেশ প্রদান করেন আদালত। এরপর গত ১৩ এপ্রিল অভিযোগটি এফআইআর হিসেবে বিশ্বনাথ থানায় রেকর্ড করা হয়। মামলা নং-৯।





সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন
ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন
দৈনিক গিরিদর্পণ পত্রিকার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন
আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত
পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলায় কথিত গণমাধ্যমকর্মী হাসান গ্রেফতার
গণমাধ্যমের স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে
রাবিপ্রবি’তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী