বুধবার ● ১৬ মে ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » খুলনার নগরপিতা আবারও তালুকদার আব্দুল খালেক
খুলনার নগরপিতা আবারও তালুকদার আব্দুল খালেক
বাগেরহাট প্রতিনিধি :: (২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৩৫মি.) খুলনা সিটি নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। খুলনা সিটি নির্বাচনে ২৮৯ টি কেন্দ্রের মধ্যে ২৮৬ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর চেয়ে ৬৭,৯৪৬ ভোট বেশি পেয়েছেন।
সর্বশেষ ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ১,৭৬,৯০২ ভোট, আর বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,০৮,৯৫৬ ভোট।
এখনো ফলাফল বাকি ৩ টি কেন্দ্রের। ব্যাবধানের কারণে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে নৌকা প্রতীকে মেয়র নির্বাচন করা তালুকদার আব্দুল খালেক বিজয়ী হতে যাচ্ছেন। খুলনায় জয়ের দ্বারপ্রান্তে নৌকা।
এর আগেও ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত খুলনার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তালুকদার আব্দুল খালেক।
মঙ্গলবার সকাল ৮টায় একযোগে খুলনা সিটির ২৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। দু-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়। খুলনা নগরবাসী স্বতস্ফূর্তভাবে ভোটা দিয়েছেন। ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।
খুলনা সিটিতে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী ।
খুলনা সিটি নির্বাচনে ৪৬ বর্গকিলোমিটার আয়তনের এ নগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন ও নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ