শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়ায় এমএলএ ইউনুস আলী শিক্ষা আয়তনের উদ্বোধন
ভাঙ্গুড়ায় এমএলএ ইউনুস আলী শিক্ষা আয়তনের উদ্বোধন

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়া পৌরসভার দক্ষিণ সারুটিয়া মহল্লায় যুক্তফ্রন্টের এমএলএ মরহুম আবু মোহাম্মদ ইউনুস আলী স্মরণে মহান বিজয় দিবসে একটি শিক্ষা আয়তনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্কাছ আলী ৷ সিভিক বাংলাদেশের নির্বাহী পরিচালক বায়েজিদ দৌলা বিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আলোকিত বাংলাদেশ এর চীফ সাব-এডিটর স্ব্পন কুমার কুন্ডু,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুৃব-উল-আলম,চাটমোহর ডিগ্রী কলেজের অধ্যাপক ইসহাক আলী, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক শাহিন,সমাজ সেবক ফকির আব্দুল খালেক,ব্যাংকার ইউসুফ আলী,প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও শিক্ষায়তনের পরিচালক মিসেস টগর ৷ বক্তারা আশা করেন,দেশপ্রেমিক ও জনদরদি ইউনুস আলী শিক্ষায়তনের ক্ষুদে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষায় বলিয়ান হয়ে একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলার টেকসই উন্নয়নে কার্যকর অবদান রাখবে৷ ঐদিন ডাচ বাংলার অর্থায়নে এই শিক্ষায়তনের ভিত্তি প্রসত্মরও স্থাপন করা হয় ৷

      
      
      



    সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের    
    এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত    
    ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল    
    এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান    
    সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট    
    চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার    
    চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন    
    পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন    
    চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১    
    বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান