সোমবার ● ৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় আদিবাসী যুব সাংস্কৃতিক উৎসব
গাইবান্ধায় আদিবাসী যুব সাংস্কৃতিক উৎসব
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (১৮ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩১মি.) তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকার কর্মী অ্যাড. সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশে যারাই রাজনীতি করবেন তাদের সকলকেই মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার মেনে রাজনীতি করতে হবে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যারা রাজনীতি করে তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমাদের দেশের রাজনীতিক শক্তিগুলি ক্ষমতায় যাওয়ার পর পিছিয়ে পড়া মানুষদের প্রতি উদাসীন থাকে। এটি খুব দুঃখজনক। তিনি আজ সোমবার গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আদিবাসী যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আদিবাসী যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব কমিটির আহবায়ক প্রিসিলা মুর্মের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, সাদুল্যাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জহুরুল কাইয়ুম, আদিবাসী বাঙ্গালী সংহতি পরিষদ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, আদিবাসী নেতা গৌর চন্দ্র পাহাড়ী, আদিবাসী যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব কমিটির সদস্য সচিব মাইকেল মার্ডি, অবলন্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী ও সারা মার্ডি প্রমুখ।
সকালে আদিবাসীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাশকের কাছে হস্তান্তর করেন।
শেষে আদিবাসী শিল্পীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ